ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দারিদ্র্য বিমোচনের নামে ৮ কোটি টাকা আত্মসাত

প্রকাশিত: ০৩:২৩, ২৩ ডিসেম্বর ২০১৪

দারিদ্র্য বিমোচনের নামে ৮ কোটি টাকা আত্মসাত

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২২ ডিসেম্বর ॥ কুমিল্লায় শরাফতি বন্ধন দারিদ্র্য বিমোচন সমিতির নামে গত ৫ বছর ধরে সহস্রাধিক গ্রাহকের জমাকৃত প্রায় ৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগসহ টাকা ফিরে পাওয়ার দাবিতে বিক্ষোভ করেছে গ্রাহকরা। সোমবার জেলার বরুড়া উপজেলার শরাফতি বাজারে ওই সমিতির কার্যালয়ের সামনে হতদরিদ্র শত শত গ্রাহক এ বিক্ষোভ প্রদর্শন করে। জানা গেছে, জেলার বরুড়া উপজেলার আগানগর ইউনিয়নের শরাফতি গ্রামে ২০০৯ সালে শরাফতি বন্ধন দারিদ্র্য বিমোচন সমিতির নামে রেজিস্ট্রেশনবিহীন সমিতির কার্যক্রম শুরু করেন এলাকার কবির হোসেন, খায়রুল ইসলাম আক্তার, মোঃ ফারুক ও তুষার নামে ৪ ব্যক্তি। কার্যক্রম শুরু করার এক বছরের মাথায় সমিতির কার্যক্রম থেকে তুষারকে অব্যাহতি দেয়া হয়। সমিতির সদস্য মনির হোসেন, আমির হোসেন, আলী হোসেন, মঞ্জুয়ারা বেগম, নাছিমা বেগম, আবুল কাশেম, জাহানারা, সাফিয়া, খোরশেদা, সামছুন্নাহার, হাজেরা, কুদ্দুস, জাহাঙ্গীর ও ইউসুফসহ উপস্থিত শত শত গ্রাহক সাংবাদিকদের জানান, শরাফতি বন্ধন দারিদ্র্য বিমোচন সমিতি-১ এর নামে সপ্তাহে জমা ২০ টাকা, ৪ মাস পরপর ২শ’ টাকা, ভর্তি ফি ১২০ টাকা এবং শরাফতি বন্ধন দারিদ্র্য বিমোচন সমিতি-২ এর নামে সপ্তাহে জমা ৫০ টাকা, বাৎসরিক আরও ৫শ’ টাকা, ভর্তি ফি ২শ’ টাকা করে গত ৫ বছর যাবত ১০৯৩ জন গ্রাহক থেকে টাকা আদায় করা হয়। এছাড়া ঋণ দেয়ার নামে অধিকাংশ গ্রাহক থেকে চক্রবৃদ্ধিহারে সুদ আদায় করা হয়। ঋণের সুদের টাকা প্রদানে ব্যর্থ হলে চেক জালিয়াতি মামলাসহ জায়গা-জমি রেজিস্ট্রি করে নেয়ারও অভিযোগ পাওয়া যায়। সমিতির মেয়াদান্তে গ্রাহকরা লভ্যাংশসহ তাদের জমাকৃত টাকা ফেরত চাইলে টাকা ফেরত না দিয়ে সমিতির কার্যক্রম বন্ধ করে তালা ঝুলিয়ে দেয়া হয়।
×