ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

করাচিতে ১৩ জঙ্গী নিহত

প্রকাশিত: ০৬:২৮, ২৩ ডিসেম্বর ২০১৪

করাচিতে ১৩ জঙ্গী নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের করাচিতে সোমবার পুলিশের গুলিতে টিটিপির সন্দেহভাজন ১৩ জঙ্গী নিহত হয়েছে। অভিযানে বিপুল গোলাবারুদ ও অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়। সোহরাব গোথ এলাকায় এসব জঙ্গী লুকিয়ে ছিল। খবর ডন অনলাইনের। এসএসপি রাও আনোয়ার আলীর নেতৃত্বে মালির পুলিশ সোহরাব গোথ এলাকায় অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে জঙ্গীরা গুলি ছুঁড়ে। এ সময় পুলিশের পাল্টা গুলিতে সন্দেহভাজন ১৩ টিটিপি জঙ্গী নিহত হয়। পুলিশ দাবি করছে, নিহতরা নিষিদ্ধ ঘোষিত টিটিপির (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সঙ্গে সম্পৃক্ত। তারা আরও জানায়, তাদের কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিহিত ছিল। অভিযানে বিপুল গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে আত্মঘাতী জ্যাকেট এবং বিস্ফোরক রয়েছে। এক পুলিশ কর্মকর্তা বলেন, জঙ্গীরা করাচিতে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল।
×