ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিপিএ চেয়ারপার্সন নির্বাচিত স্পীকার শিরীন শারমিন চৌধুরীকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৪

সিপিএ চেয়ারপার্সন নির্বাচিত স্পীকার শিরীন  শারমিন চৌধুরীকে  সংবর্ধনা

কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় মহিলা সংস্থা, বাংলাদেশ শিশু একাডেমি এবং মহিলাবিষয়ক অধিদফতরের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলী রোডের জাতীয় মহিলা সংস্থা মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। তিনি বলেন, নারীদের ভূমিকার জন্যই সমাজ ও দেশের পরিবর্তন আসে। মা, বোন বা মেয়ের হাত ধরেই আমরা এতদূর এগুতে পেরেছি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক সংসদ-সদস্য অধ্যাপক মমতাজ বেগম, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম এবং মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক শাহিনা আহমেদ চৌধুরী প্রমুখ। -বিজ্ঞপ্তি
×