ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মেসিকে চেলসিতে পেতে মরিয়া ফেব্রিগাস!

প্রকাশিত: ০৫:০০, ২৪ ডিসেম্বর ২০১৪

মেসিকে চেলসিতে পেতে মরিয়া ফেব্রিগাস!

স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার প্রাণভোমরা লিওনেল মেসিকে ইংলিশ ক্লাব চেলসিতে দেখতে চান চেস ফেব্রিগাস। সাবেক বার্সা সতীর্থের সঙ্গে স্টামফোর্ড ব্রিজে একসঙ্গে খেলার স্বপ্নের কথা জানিয়েছেন চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড। সোমবার এক সাক্ষাতকারে এমন ইচ্ছার কথা জানান তিনি। সাম্প্রতিক সময়ে মেসির বার্সা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে বেশ জোরেশোরেই। যে কারণে অনেক ক্লাব ইতোমধ্যে আগ্রহও প্রকাশ করেছে। ফেব্রিগাস জানিয়েছেন, মেসি যদি বার্সা ছেড়ে চেলসিতে যোগ দেয় তাহলে আমি খুবই খুশি হব। আমি মনে করি, এই মৌসুম শেষে ক্যাটালান ক্লাবটিতে মেসির গুরুত্ব কমে যাবে। সেক্ষেত্রে মেসির ক্লাব ছাড়ার সম্ভাবনা আরও জোরাল হবে। গত মাসে মেসি এক সাক্ষাতকারে বোমা ফাটান। বলেছিলেন, ?আমি ন্যু ক্যাম্পে আমার ভবিষ্য?ত নিয়ে সন্দিহান। আমি এই ক্লাবেই থাকতে চাই। কিন্তু অনেক সময়েই মানুষের চাওয়ার সঙ্গে বাস্তবতার মিল থাকে না। মেসির এমন মন্তব্যের পর থেকেই তার বার্সা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। ফেব্রিগাস সাক্ষাতকারে বলেন, এই মুহূর্তে মেসিই বার্সার চালিকাশক্তি। বাকিদের চেয়ে মেসিই এগিয়ে। তবে আমি মনে করি, বার্সায় তার চাহিদা ধীরে ধীরে কমে যাবে। কারণ, বার্সায় অনেক নতুন ফুটবলার যোগ দিয়েছে। সুয়ারেজের জন্য মেসি মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারছে না। সব দিক মিলিয়ে এই মৌসুম শেষেই বার্সায় মেসির আধিপত্য কমে যাবে। বার্সিলোনার সাবেক এই ফুটবলার আরও বলেন, এই মৌসুমে মেসি বার্সাকে অনেক ম্যাচেই উদ্ধার করেছে। তার মাধ্যমেই চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সার জয়ে সব সময়ই ভূমিকা রেখে যাচ্ছে মেসি। এর পরই মেসিকে চেলসিতে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে ফেব্রিগাস বলেন, আমি চাই মেসি চেলসিতে যোগ দিক। মেসিকে চেলসিতে পেতে আমি সব কিছুই করতে প্রস্তুত। আমি মনে করি, মেসির ক্লাব ছাড়ার জন্য এটাই উপযুক্ত সময়। কারণ সে বার্সাকে সবই দিয়েছে। তার হাত ধরেই বার্সা সব ধরনের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে নবেম্বরের শেষভাগে এক সংবাদমাধ্যম জানিয়েছিল, আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরকে পেতে ২০ কোটি পাউন্ড খরচ করবে ইংলিশ ক্লাব চেলসি। বাংলাদেশী মুদ্রায় যা ৪১৯ কোটি টাকা প্রায়! ‘বার্সায় ভাল নেই গোলমেশিন মেসি’Ñএমন খবর প্রচারের পর থেকেই তাকে পেতে মরিয়া হয়ে ওঠে বিশ্বজুড়ে সব ক্লাব। কিন্তু চেলসি এত টাকা পাবে কোথায়? স্পোর্টস সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এ্যাডিডাস নাকি অর্থের যোগান দেবে। কিন্তু এমন খবর ইতোমধ্যে নাকচ করে দিয়েছেন দ্য ব্লুজ কোচ জোশে মরিনহো। চেলসি বস জানিয়েছেন, মেসিকে কিনে নেয়ার তথ্য সত্য নয়। চতুর মরিনহো মুখে যাই বলুন, মেসিকে পেতে ভেতরে ভেতরে নাকি ঠিকই সচেষ্ট আছেন তিনি! ইচ্ছা পূরণে সব ক্লাবকেই হয়ত পেছনে ফেলে দিতে পারেন স্পেশ্যাল ওয়ান। এ জন্য মোক্ষম দুটি চালই চেলেছেন তিনি। নামী স্পোর্টস ব্র্যান্ড এ্যাডিডাসের হাত ধরে আসরে নেমে পড়েছে চেলসি। যারা চেলসিকে ২০ কোটি পাউন্ড খরচের শক্তি যোগাতে আর্থিকভাবে সাহায্য করবে।
×