ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজ্যজুড়ে রেড এ্যালার্ট ॥ ভারত-ভুটান সীমান্ত সিল

অসমে জঙ্গী হামলায় নারী শিশুসহ নিহত ৪৮

প্রকাশিত: ০৭:৫১, ২৪ ডিসেম্বর ২০১৪

অসমে জঙ্গী হামলায়  নারী শিশুসহ নিহত ৪৮

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের অসমে সন্দেহভাজন বোড়ো জঙ্গীদের পৃথক পৃথক হামলায় অন্ততপক্ষে ৪৮ আদিবাসী নিহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে অসমের শোণিতপুর ও কোকরাঝাড় জেলায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, এ দিন পাঁচটি পৃথক হামলায় একে-৪৭ দিয়ে নারী, পুরুষ ও শিশুদের গুলি করে হত্যা করা হয়। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। অসমের জঙ্গী সংগঠন ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড (এনডিএফবি) এ হামলা চালিয়েছে বলে পুলিশ দাবি করেছে। অসম পুলিশের অতিরিক্ত মহাপরিচালক পল্লব ভট্টাচার্য এ খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে অধিকাংশই আদিবাসী গোষ্ঠীর বলে জানা গেছে। অসম পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) এস এন সিং বলেন, এনডিএফবি শান্তি আলোচনা ভঙ্গ করে প্রথমে কোকরাঝাড় জেলার সরলপাড়ি গ্রামে হামলা চালিয়ে চারজনকে হত্যা করে। পরে শোণিতপুর জেলার শান্তিপুর গ্রামে হামলা চালিয়ে তারা ২১ জনকে হত্যা করে। এদের মধ্যে কমপক্ষে ১০ জন নারী। অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, তিনি জঙ্গীদের কাছে মাথা নত করবেন না। এনডিএফবি জঙ্গীরা এ হামলা চালিয়েছে বলে পুলিশ জানালেও এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে বলেন, এ হত্যাকাণ্ড কাপুরুষোচিত হামলা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং আজ ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। এ ঘটনার পর অসমে রেড এ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি ভারত-ভুটান সীমান্ত সিল করে দেয়া হয়েছে।
×