ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

উদীচীর সম্মেলন কাল

প্রকাশিত: ০৫:০১, ২৫ ডিসেম্বর ২০১৪

উদীচীর সম্মেলন কাল

সংস্কৃতি ডেস্ক ॥ ‘নিত্য বাজুক বজ্রবীণা, মানুষ জাগুক জয়ে’ এই সেøাগানে আগামী ২৬-২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ঊনবিংশ জাতীয় সম্মেলন। এবারের জাতীয় সম্মেলনে সারাদেশের তিন শতাধিক শাখা থেকে প্রায় এক হাজার পাঁচ শ’ প্রতিনিধি ও পর্যবেক্ষক যোগ দেবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ২৬ ডিসেম্বর সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সম্মেলন উদ্বোধন করবেন ২০০৫ সালে নেত্রকোনায় মৌলবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর নৃশংস বোমা হামলায় নিহত উদীচীর নেতা খাজা হায়দার হোসেন ও সুদীপ্তা পাল শেলীর পরিবারের সদস্য এবং ওই ঘটনায় আহত সহযোদ্ধারা। সম্মাননা দেয়া হবে শ্রমিক আন্দোলনের প্রবাদ প্রতিম পুরুষ, জসিম উদ্দিন ম লকে। এরপর একটি শোভাযাত্রা শহীদ মিনার থেকে শুরু হয়ে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হবে। পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত থাকবেন উদীচীর উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, নাট্যজন মামুনুর রশীদ, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সাহিত্যিক জাকির তালুকদার। এরপর অনুষ্ঠিত হবে সাংগঠনিক নানা অধিবেশন। এছাড়া, প্রতিদিন সন্ধ্যায় আবহমান বাংলার সংস্কৃতির ধারক-বাহক নানা লোক আঙ্গিকের পরিবেশনা নিয়ে মঞ্চে হাজির হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত উদীচীর শিল্পীকর্মীরা। জাতীয় সম্মেলনের প্রাক্কালে উদীচীর ৭১টি সাংগঠনিক জেলার প্রায় সবগুলোর সম্মেলন এরই মধ্যে শেষ হয়েছে।
×