ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ তাই ...!

প্রকাশিত: ০৫:১৭, ২৫ ডিসেম্বর ২০১৪

পুলিশ তাই ...!

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ২৪ ডিসেম্বর ॥ পুলিশ বলে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও গ্রেফতার হচ্ছে না পটুয়াখালী পুলিশ বিভাগের ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) এম ডি মনোয়ার হোসেন। বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে পুলিশ সুপারের কার্যালয়ে থেকে শুরু করে সারা শহরে। জনশ্রুতি রয়েছে, পটুয়াখালী পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমানের সঙ্গে টিআই’র সখ্য থাকায় তাকে গ্রেফতার করছে না পুলিশ। জানা য়ায়, ঢাকার নিশাত এয়ার ট্রাভেলস্’র স্বত্বাধিকারী আবুল খায়ের সেলিম নামের এক ব্যক্তি ঢাকা এ এম কোর্ট-২১, এ পটুয়াখালীর টিআই এমডি মনোয়ার হোসেনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ঐ মামলায় আদালত ২১ সেপ্টম্বর পটুয়াখালীর ট্রাফিক ইনস্পেক্টর (টিআই) এম ডি মনোয়ারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে। এরই প্রেক্ষিতে পুলিশ সদর দফতর থেকে গ্রেফতারী পরোয়ানার কাগজ ১৪ ডিসেম্বর পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছানো হয়। টিআই মনোয়ারের সঙ্গে এসপির ভাল সম্পর্ক থাকায় ইতোমধ্যে তিনি পটুয়াখালী পুলিশের চেন অব কমান্ড ভেঙ্গে বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপে পুলিশের মধ্যে চরম অসন্তোষ চলছে। এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান বলেন, কই এ রকম তো কোন কিছু আমার জানা নেই।
×