ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

লটারি পদ্ধতিতে ভর্তি

নোয়াখালীতে অভিভাবকদের সড়ক অবরোধ ভাংচুর

প্রকাশিত: ০৫:১৯, ২৫ ডিসেম্বর ২০১৪

নোয়াখালীতে অভিভাবকদের  সড়ক অবরোধ ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৪ ডিসেম্বর ॥ প্রথম শ্রেণীতে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার পরিবর্তে ভাগ্যনির্ভর লটারি পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রতিবাদে নোয়াখালীতে সড়ক অবরোধ ও ভাংচুর করেছেন ক্ষুব্ধ অভিভাবকরা। বুধবার বেলা ১১টার দিকে নোয়াখালী প্রাইমারী টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট-পিটিআই প্রাথমিক বিদ্যালয়ে সন্তানকে ভর্তির জন্য ফরম সংগ্রহকারী অভিভাবকরা লটারি পদ্ধতি বাতিলের দাবিতে পিটিআই সন্মুখে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলে দিলে অভিভাবকরা পিটিআই ক্যাম্পাসে গিয়ে ভাংচুর করেন। এদিকে ঘটনার পর পিটিআই কর্তৃপক্ষ বলছে ভর্তি প্রক্রিয়ার বিষয়টি বিবেচনা করা হবে। ক্ষুব্ধ মিসেস মিশুসহ একাধিক অভিভাবক জানানÑ আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথাছিল। বুধবার পিটিআই কর্তৃপক্ষ নোটিস দিয়ে লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার কথা জানালে অভিভাবকদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অবরুদ্ধ হওয়া শিক্ষিকা লায়লাতুন্নাহার জানান, এটা সুপারিনটেনডেন্টের বিষয় কিন্তু অভিভাকরা শিক্ষিকাদের আটকে আতঙ্কের সৃষ্টি করেন। ভারপ্রাপ্ত সুপরিনটেনডেন্ট আমিরুল ইসলাম লটারি মাধ্যমে ভর্তি প্রক্রিয়া এবং ভাংচুরের বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে সুপারিনটেরডেন্টের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানিয়েছেন এ বিষয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
×