ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বস্ত্রহীন শীতের রাতে...

প্রকাশিত: ০৫:২৬, ২৫ ডিসেম্বর ২০১৪

বস্ত্রহীন শীতের রাতে...

প্রকৃতিতে এখন পৌষের আধিপত্য। গ্রাম ও শহরে তাই জেঁকে বসেছে শীত। উত্তরের শীতল বাতাস আর সারাদিনে বেশিরভাগ সময় সূর্যের অনুপস্থিতি জনজীবনে দুর্ভোগের মাত্রা বাড়িয়ে তুলছে। শীত থেকে রক্ষা পেতে শীতবস্ত্রে নিজেকে আবৃত করে থাকাটাই এখন স্বাভাবিক। কিন্তু ছিন্নমূল ও ভাসমান শিশুদের জন্য তীব্র শীত তাদের চির দুঃখের জীবনে যেন দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে। বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এমনকি বেঁচে থাকার জন্য প্রতিদিনের ন্যূনতম অন্নের মতো প্রয়োজনীয় বস্ত্রটুকু নেই, এসব শিশু যা দিয়ে তারা প্রকৃতির বৈরী আচরণ থেকে নিজেদের নিরাপদে রাখতে পারে। ছবির শিশুটি অর্ধনগ্ন হয়ে ঘুমাতে চেষ্টা করছে। রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকা থেকে মঙ্গলবার রাতে ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী ইলিয়াস মাহমুদ।
×