ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের সৌজন্যে দ্য হবিট আসছে ঢাকায়

প্রকাশিত: ০৫:২৮, ২৫ ডিসেম্বর ২০১৪

গ্রামীণফোনের সৌজন্যে দ্য হবিট আসছে ঢাকায়

দেশে হলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘দ্য হবিট’ (দ্য ব্যাটল অব দ্য ফাইভ আর্মিস) দেখা যাবে গ্রামীণফোন লিমিটেডের সৌজন্যে। ২৬ ডিসেম্বর যমুনা ফিউচার পার্ক শপিং মলের ব্লকবাস্টার সিনেমাহলে দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। এ্যাডভেঞ্চারপূর্ণ এ চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন জ্যাকসন, ফ্রান ওয়ালশ, ফিলিপ্পা বয়েনস এবং গিলের্মো দেল তোরো এবং পরিচালনা করেছেন পিটার জ্যাকসন। জে আর আর টোকিয়েনের লেখা দ্য হবিট উপন্যাস অবলম্বনে করা চলচ্চিত্রটি উপন্যাসের তৃতীয় এবং শেষ পর্ব। হবিট মুভির প্রিমিয়ার শো গত ২৩ ডিসেম্বর ব্লকবাস্টার সিনেমায় অনুষ্ঠিত হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, যমুনা ফিউচার পার্কের বিপণন পরিচালক আলমগীর আলম, তারকা এবং গ্রামীণফোনের কর্মকর্তাগণ প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন। ২৮ ডিসেম্বর থেকে সাধারণ দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। -বিজ্ঞপ্তি
×