ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

প্রকাশিত: ০৪:৪৭, ২৬ ডিসেম্বর ২০১৪

প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ শিক্ষক  সমিতির নতুন কমিটি গঠন

জবি সংবাদদাতা ॥ বাংলাদেশ শিক্ষক সমিতির ত্রিবার্ষিক প্রতিনিধি সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। সভাপতির পদ পেয়েছেন সৈয়দ জুলফিকার আলম চৌধুরী এবং মহাসচিবের দায়িত্ব পেয়েছেন মোঃ ইয়াদ আলী খান। এছাড়া মোঃ আবদুর রহমানকে সাংগঠনিক সচিব করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করেছেন বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকবৃন্দ। পুরান ঢাকার পোগোজ স্কুলে এই কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, শিক্ষকদের মাত্র ৫০০ টাকা বাড়ি ভাড়া, চাকরি জীবনে একটি মাত্র টাইমস্কেল, বার্ষিক ইনক্রিমেন্ট না থাকা, ২৫% উৎস ভাতা পাওয়ার বিষয় হতাশাজনক। মহাসচিব ইয়াদ আলী খান বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণসহ নতুন বেতন স্কেলে অন্তর্ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সম্মেলনে বক্তব্য রাখেন খলিলুর রহমান, ইদ্রিস আলী, মজির উদ্দিন আনছার, ইসরাইল আহম্মেদ, শমসের আলী, আব্দুল হক, ফরিদুল ইসলাম, আঃ কুদ্দুস, ফজলুর রহমান ও শরিফুল আলম।
×