ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্যাঙ্কারডুবি বিএনপির তদন্ত রিপোর্ট আজ

প্রকাশিত: ০৪:৪৭, ২৬ ডিসেম্বর ২০১৪

ট্যাঙ্কারডুবি বিএনপির তদন্ত  রিপোর্ট আজ

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কারডুবির ঘটনায় বেগম খালেদা জিয়ার গঠিত তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। ইতোমধ্যে তদন্ত কমিটির রিপোর্ট বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাতে তুলে দিয়েছেন বিএনপির ভাইসচেয়ারম্যান মেজর (অব) হাফিজউদ্দিন আহমেদ। শ্যালা নদীর ট্যাঙ্কারডুবির ঘটনায় বিএনপি তদন্ত প্রতিবেদন তুলে ধরতে আজ শুক্রবার এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সরেজমিন তদন্ত সম্পর্কে অবহিত করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সুন্দবনের শ্যালা নদীতে ট্যাঙ্কারডুবির ঘটনায় ২০ ডিসেম্বর ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে তদন্ত কমিটি সুন্দরবনে সরেজমিনে পরিদর্শন করে। বুধবার রাতে এ কমিটি তৈরি প্রতিবেদন খালেদা জিয়ার হাতে জমা দেয়া হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন সুন্দরবন রক্ষা কমিটির সভাপতি শেখ ফরিদুল ইসলাম, বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান, খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এম এ সালাম ও পরিবেশ সাংবাদিক ফোরামের কামরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
×