ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রেড ফেয়ার উদ্বোধন করতে বাণিজ্যমন্ত্রী কলকাতায়

প্রকাশিত: ০৪:৪৯, ২৬ ডিসেম্বর ২০১৪

ট্রেড ফেয়ার উদ্বোধন করতে বাণিজ্যমন্ত্রী কলকাতায়

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভারতের কলকাতায় অনুষ্ঠেয় ‘২৭তম ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ার’-এ প্রধান অতিথি হিসেবে যোগদান করতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেছেন। তিনি কলকাতার মিলনমেলা ফেয়ার কমপ্লেক্সে আজ ২৬ ডিসেম্বর এ ট্রেড ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামীকাল ২৭ ডিসেম্বর কলকাতাস্থ এমসিসি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন। ভারতের বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি এ ইন্ডাস্ট্রিয়াল ইন্ডিয়া ট্রেড ফেয়ারের আয়োজন করেছে। বাংলাদেশের ৯০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশগ্রহণ করছে। বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর মেলায় যোগদান ভারতে বাংলাদেশের রফতানি বৃদ্ধিসহ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হবে। এতে করে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং বন্ধুরাষ্ট্র। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত পুরনো এবং গুরুত্বপূর্ণ।
×