ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ নিহত পাঁচ

প্রকাশিত: ০৫:২৫, ২৬ ডিসেম্বর ২০১৪

সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ পার্বতীপুরে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জে শ্রমিক নিহত, টাঙ্গাইলের দুর্ঘটনায় আহত দুই নারী ও বরিশালে ট্যাঙ্কারের ধাক্কায় আহত ছাত্রীর মৃত্যু হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো- পার্বতীপুর ॥ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা সংলগ্ন মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় আব্দুল জলিল (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক পলিশের সাব-ইন্সেপেক্টর প্রাতঃভ্রমণ করার সময় পেছন দিক থেকে চলন্ত ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাঁকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রংপুরে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নারায়ণগঞ্জ ॥ বুধবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কের ফতুল্লা থানার মাসদাইর পুলিশ লাইন এলাকায় কভার্ডভ্যানের চাপায় পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম আবদুস সালাম মাঝি (৫৫)। তিনি পঞ্চবটি বিসিক শিল্পনগরীর ইয়াসিন নিটিং মিলের শ্রমিক। এলাকাবাসী চালক আমির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত সালাম পিরোজপুর জেলার গোবরাপাড়া এলাকার রায়হানউদ্দিনের ছেলে। বরিশাল ॥ বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বেঁজগাতি নামক স্থানে বুধবার দুপুরে ডিজেল ট্যাংকারের (ডিজেলের লরি) ধাক্কায় গুরুতর আহত প্রথম শ্রেণীর ছাত্রী রেশমা খানম (৭) বৃহস্পতিবার ভোরে মারা গেছে। শেবাচিম হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মাওয়া ঘাটে বসে সে মারা যায়। টাঙ্গাইল ॥ মধুপুর উপজেলার আশুরায় বুধবার দুপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত ২ জন নারী ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মারা যান। ওই সড়ক দুর্ঘটনায় এ নিয়ে মোট ১২ জন নিহত হলো। নিহতরা হলেন- আলোকদিয়া ইউনয়নের গাংগাইর গ্রামের হবিবরের স্ত্রী জাহানারা বেগম (৪৫), মৃত ফিরোজার জা ফালানি বেগম (৩৫)।
×