ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভূপৃষ্ঠে নতুন স্তর!

প্রকাশিত: ০৪:২৩, ২৭ ডিসেম্বর ২০১৪

ভূপৃষ্ঠে নতুন স্তর!

মহাবিশ্বের আধুনিক তত্ত্ব মোতাবেক দিন দিন সম্প্রসারিত হচ্ছে পৃথিবী। একই সঙ্গে ঘনত্ব কমছে ভূপৃষ্ঠের। তবে আইসল্যান্ডের এক আগ্নেয়গিরির নিচের মাটি পরীক্ষা করে মিলেছে আশাবাদ। যুক্তরাজ্যের লিডস ইউনিভার্সিটির গবেষকরা আইসল্যান্ডের বারোয়ারবুঙ্গা আগ্নেয়গিরি ও এর আশপাশের অঞ্চলের মাটির ওপর পরীক্ষা চালিয়ে নতুন আশাবাদের কথা জানিয়েছেন। এ বছরের আগস্ট মাসে বারোয়ারবুঙ্গা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছিল। অগ্ন্যুৎপাতের পরপরই সেখানকার মাটিতে গলিত পাথরের নতুন একটি স্তর দেখা যায়, যা ভিন্ন ধরনের শিলার জন্ম দেয়। একে ডাইক বলে এবং এটি সাধারণ কঠিন শিলার স্তরকে এক ধাপ নামিয়ে দিয়ে কোন কোন স্থানে নতুন স্তর তৈরি করছে। বিজ্ঞানীরা ধারণা করছেন, এই স্তর দিন দিন বিকশিত হচ্ছে এবং এটি ভূপৃষ্ঠে নতুন স্তর সৃষ্টি করতে পারে। লিডস ইউনিভার্সিটির গবেষকরা আরও জানিয়েছেন, ভূপৃষ্ঠের যেসব স্থানের নিচে টেকটোনিক বা গাঠনিক প্লেটগুলো পরস্পরের চেয়ে দূরে সরে যাচ্ছে সেসব স্থানে এই স্তর দ্রুত বিকশিত হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের ওপরে এই স্তর জমাট বাঁধছে, যে কারণে সহজে এ পরিবর্তন চোখে পড়ছে না। -বিবিসি অবলম্বনে ইব্রাহিম নোমান
×