ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সোহ্রাওয়ার্দী মুক্ত মঞ্চে মৌসুমী পথনাটক প্রদর্শনী

প্রকাশিত: ০৪:৪০, ২৭ ডিসেম্বর ২০১৪

সোহ্রাওয়ার্দী মুক্ত মঞ্চে মৌসুমী পথনাটক প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানের সোনার বাংলা সাংস্কৃতিক বলয় মুক্ত মঞ্চে ‘সংগ্রাম ও মুক্তির চেতনায় পথ চলে পথনাটক’ শীর্ষক ২৩তম মৌসুমব্যাপী নিয়মিত পথনাটক প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করেন নাট্যজন মামুনুর রশীদ। আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, পথনাটক পরিষদের সহ-সভাপতি মফিজুর রহমান লাল্টু, নাট্যজন আহমেদ গিয়াস, খন্দকার শাহ আলম, পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথনাটক পরিষদের সভাপতি- মান্নান হীরা। আলোচনা শেষে পথনাটক পরিবেশন করে নাট্যদল নাট্যকুঞ্জ, গতি থিয়েটার, বর্ণালী থিয়েটার, কালের উচ্চারণ এবং নাট্যদল। পুরো মৌসুমজুড়ে প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে বাংলাদেশ পথনাটক পরিষদভুক্ত বিভিন্ন সংগঠন নাটক পরিবেশন করবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
×