ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে দেশ অপেরার তিন পালার মঞ্চায়ন

প্রকাশিত: ০৪:৪১, ২৭ ডিসেম্বর ২০১৪

চট্টগ্রামে দেশ অপেরার তিন পালার মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ চট্টগ্রাম নগরীর সন্নিকটে বাকলিয়ায় নির্মীয়মান নতুন স্টেডিয়ামে ১৫ থেকে ১৭ ডিসেম্বর তিন দিন তিনটি দেশাত্মবোধক পালা মঞ্চায়ন করে দেশ অপেরা। পালাগুলো হলো শান্তিরঞ্জন দে রচিত গঙ্গা থেকে ‘বুড়িগঙ্গা’, শচীন সেনগুপ্তের ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং ব্রজেন্দ্র দে’র ‘বর্গী এল দেশে’। চট্টগ্রামে দেশ অপেরার যাত্রা দেখতে প্যান্ডেলে স্থানীয় দর্শনার্থীদে উপচে পড়া ভিড় ছিল লক্ষণীয়। প্রত্যেকটি যাত্রাপালা চট্টগ্রামবাসীদের মন জয় করেছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দর্শক সারিতে বসে নবাব সিরাজউদ্দৌলা পালা উপভোগ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম। তিনি ঘোষণা দেশ অপেরা চট্টগ্রামে আরও তিন দিন এই তিনটি পালা মঞ্চায়ন করবে। ঘোষণা অনুযায়ী ১৮ থেকে ২০ ডিসেম্বর তিন দিন মেয়রের মা-বাবার নামে প্রতিষ্ঠিত উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা-হাকিম ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ওই পালাগুলোই আবার মঞ্চস্থ হয়। সেখানে উদ্বোধনী সন্ধ্যায় যাত্রা শিল্প নিয়ে মেয়র বলেন, চট্টগ্রামে যাত্রার যে গৌরবময় ঐতিহ্য ছিল তা আবার ফিরিয়ে আনতে হবে। দেশ অপেরার মতো উন্নতমানের দলের পক্ষে তা সম্ভব। আরও বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন এবং উপাধ্যক্ষ মোঃ বাদশাহ্ আলম। অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন নাট্যব্যক্তিত্ব আহামেদ ইকবাল হায়দার ও সিটি কর্পোরেশনের সমাজকল্যাণ কর্মকর্তা আশিক রসুল টিপু। ২০ ডিসেম্বর অনুষ্ঠান শেষে মেয়রের বাসভবনে নৈশভোজে অংশ নেন শিল্পী ও কলাকুশলীরা। দেশ অপেরার স্বত্বাধিকারী ও নির্দেশক মিলন কান্তি দে সার্বিক পরিচালনা চট্টগ্রামের ৬টি যাত্রা প্রদর্শনীতে অভিনয় করেছেন রিক্তা সুলতানা, গাজী বেলায়েত, এম আলীম, এম সিরাজ, সুদর্শন চক্রবর্তী, ডা. দীপক বণিক, সুনীল দে, মোবারক আলী, শিশির রহমান, লুৎফুন্নাহার রিক্তা, মনিমালা, নিলয় রহমান, অলি উল্লাহ অলি, আবুল কালাম আজাদ, উদয় সরকার, আলমাস, বাচ্চু খান, নিভা ও সুমি। প্রসঙ্গত, দেশের একটি গবেষণামূলক যাত্রা প্রতিষ্ঠান দেশ অপেরা। ২০১৩ সালে দলটি বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নিবন্ধনপ্রাপ্ত হয়। মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি যাত্রাপালা মঞ্চায়নের জন্যে ঢাকার দেশ অপেরা আমন্ত্রিত হয়।
×