ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর হাতে দমন ॥ ও. কাদের

প্রকাশিত: ০৪:৪৭, ২৭ ডিসেম্বর ২০১৪

আন্দোলনের নামে সহিংসতা করলে কঠোর হাতে দমন ॥ ও. কাদের

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৬ ডিসেম্বর ॥ আগামী ৫ জানুয়ারি এ সরকারের বর্ষপূর্তিতে কোন পক্ষ বা দল আন্দোলনের নামে বা অরাজকতার উদ্দেশ্যে সহিংসতার চেষ্টা করলে সরকার জনগণের জানমালের স্বার্থে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। শুক্রবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বরে তিন দিনব্যাপী উত্তরাঞ্চলে প্রথম ডিজিটাল ও উদ্ভাবনী মেলা-২০১৫ উদ্বোধনকালে এ কথা বলেন। মেলায় তথ্যপ্রযুক্তির উপকার, সুযোগ-সুবিধা ও ব্যবহার বিষয়ে প্রায় ৪০টি স্টল বসেছে। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে আমরা স্বাগত জানাবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে এমন কোন পরিস্থিতি হয়নি যার কারণে মধ্যবর্তী নির্বাচনের প্রশ্ন আসবে। জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান, ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী প্রমুখ। এদিকে মহাস্থান এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি, জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী। ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র উদ্বোধন ॥ বগুড়া অফিস জানায়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বগুড়ার মহাস্থান এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্রের (ওজন নিয়ন্ত্রণ কেন্দ্র) উদ্বোধন করেছেন। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয় থেকে বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ প্রকল্পের উদ্বোধন করেন। এ কর্মসূচীকে প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রোগ্রামের ফসল উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কে নির্ধারিত মাত্রার কয়েক গুণ বেশি ওজন নিয়ে যানবহন চলাচল করছে। এটা সড়কের স্থায়িত্ব হ্রাসসহ সড়ক সেতুর রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়িয়ে দেয়। তিনি দুর্ঘটনারোধে সড়কে যানবাহনের বিশৃঙ্খলা, যানজট সমস্যার কথা তুলে ধরে মহাসড়কে ব্যাটারি চালিত বাহন নিয়ন্ত্রণের নির্দেশ দেন।
×