ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৮ বছর পর...

প্রকাশিত: ০৪:৫২, ২৭ ডিসেম্বর ২০১৪

২৮ বছর পর...

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা লিন্ডা আলসিপ। ১৯৮৬ সালে তার শখের গাড়ি ফোর্ড মাসট্যাঙ্কে হারিয়ে ফেলেন। পরে কাঁদো কাঁদো মুখে বাড়ি ফেরেন। স্বপ্নেও ভাবেননি তিনি আর কোন দিন তাঁর প্রিয় গাড়িটিকে ফেরত পাবেন। কিন্তু অনেকটা স্বপ্নের মতোই গত গাড়িটি ফেরত পান লিন্ডা আলসিপ। সোমবার। সপ্তাহের অন্য দিনগুলোর মতোই দিনটি শুরু হয় লিন্ডার। হঠাৎ তার বাড়ির দিকে একদল হাইওয়ে পুলিশ আর সঙ্গে থাকা পুরনো মডেলের গাড়ি দেখে কিছুটা আশ্চর্য হন। পরে বুঝতে পারেন এটিই ২৮ বছর আগে হারিয়ে যাওয়া তার সেই প্রিয় গাড়িটি। গাড়িটি ছুয়ে দেখেন। বলেন, আমি স্বপ্নেও ভাবিনি গাড়িটি আবার আমি দেখতে পাব। মনে হচ্ছে আমি লটারিতে লাখো কোটি টাকা জিতেছি। এই অনুভূতি ভোলার নয়। ইউপিআই অনলাইন।
×