ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শীতবস্ত্রের বাজার গরম

প্রকাশিত: ০৫:০৪, ২৭ ডিসেম্বর ২০১৪

শীতবস্ত্রের বাজার গরম

সালাহ্উদ্দিন মিয়া, কেরানীগঞ্জ ॥ শীত মৌসুমকে সামনে রেখে জমে উঠেছে কেরানীগঞ্জে পুরনো কাপড়ের দোকানগুলো। ফুটপাথে ভিড় করছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্রেতারা। এক মাস আগে থেকেই শুরু হয়েছে পুরনো শীতবস্ত্রের পাইকারি ও খুচরা বাজারে বেচা-কেনা। ক্রেতাদের সামাল দিতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, এ বছর শীত বেশি পড়বে। পুরনো কাপড়ের ব্যবসাও ভাল হবে। ফুটপাথে শীতবস্ত্র ব্যবসায়ীরা বলছেন, এ বছর অন্যান্য বছরের তুলনায় দাম দ্বিগুণ। আমদানিকারকদের অধিকাংশ চট্টগ্রামের। সেখান থেকে ঢাকাসহ সারাদেশের পাইকাররা খরিদ করে থাকেন। কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিভিন্ন বাজার ও সুপার মার্কেটের সামনে ধুমসে বিক্রি হচ্ছে শীতবস্ত্র। বিশেষ করে জিনজিরা, আগানগর, কদমতলী গোলচত্বর, চুনকুটিয়া গোলচত্বর, ইকুরিয়া, হাসনাবাদ, রাজেন্দ্রপুর, আব্দুল্লাহ্পুর, খোলামোড়া, আটি বাজার ও কলাতিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ক্রেতারা ভিড় করছে।
×