ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাওয়ায় আবহাওয়া ভবনে এক দশকেও কার্যক্রম শুরু হয়নি

প্রকাশিত: ০৫:০৬, ২৭ ডিসেম্বর ২০১৪

মাওয়ায় আবহাওয়া ভবনে এক দশকেও কার্যক্রম  শুরু হয়নি

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ ॥ মাওয়ায় আবহাওয়া অফিসের তিনতলা ভবন আছে, নেই আবহাওয়ার কার্যক্রম। এ অবস্থা এক দশক ধরে। ভবনটি নির্মাণ হলেও কার্যক্রমই চালু হয়নি। তাই এখন আবহাওয়া অফিসটিতে বসবাস করছে মাওয়া নৌ-ফাঁড়ির পুলিশ সদস্যরা। মাওয়া ঘাট সাময়িক সময়ের জন্য পাশে শিমুলিয়ায় নেয়া হলেও মাওয়া নদীবন্দর ঠিকই রয়েছে। পদ্মা সেতু হলেও মাওয়া নদীবন্দর ঠিকই থাকবে। তাই নানা কারণে এই আবহাওয়া অফিসটির গুরুত্ব অনেক। কিন্তু রহস্যজনক কারণে এটি আলোর মুখ দেখছে না। মাওয়া নদীবন্দরসহ এ অঞ্চলের নদীবন্দরগুলোকে আবহাওয়ার সতর্ক সঙ্কেত জানাতে সরকার মাওয়া পুরাতন ফেরি ঘাটের পাকিং ইয়ার্ডে একটি তিনতলা আবহাওয়া ভবন নির্মাণ করে। যার নিচতলায় গাড়ির পার্কিং সুবিধা এবং দ্বিতীয় ও তৃতীয় তলায় অফিস ও যন্ত্রপাতির রুম। দীর্ঘ ১০ বছর আগে এটি নির্মাণ হলেও আবহাওয়ার সতর্ক সঙ্কেত জানাবার মতো কোন যন্ত্রপাতিই এখানে বসাতে পারেনি আবহাওয়া অফিস। নতুন ভবনটি নির্মাণের পর হতেই পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এটি। ভবনটি দেখভাল করার মতো তেমন কাউকে দেখা যায়নি। ভবনটি খালি পড়ে থাকায় ও এটি অযতেœ অবহেলায় নষ্ট হতে থাকায় ভবনসংলগ্ন মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এটিতে বসবাস শুরু করে। এভাবেই ভবনটি আবহাওয়া অধিদফতরের হাতছাড়া হয়ে যায়। মাওয়া বন্দর কর্মকর্তা মোঃ মহিউদ্দিন জানান, নদীবন্দর সংক্রান্ত আবহাওয়ার কোন সংবাদ জানতে হলে তাদের মোবাইল ফোনের ওপর নির্ভর করতে হয়। ঢাকা আবহাওয়া অফিস থেকে মোবাইলের মাধ্যমে আবহাওয়ার সতর্কবাণী জেনে তারপর মাওয়া নদীবন্দরে চলাচলকারী সকল প্রকার নৌযানকে সে সতর্কবাণী দিয়ে নৌ-চলাচল পরিচালনা করতে হয়।
×