ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আগুনের উষ্ণতা পেতে...

প্রকাশিত: ০৫:৪০, ২৮ ডিসেম্বর ২০১৪

আগুনের উষ্ণতা পেতে...

প্রকৃতিতে চলছে পৌষের একচ্ছত্র আধিপত্য। বেশ কয়েক দিন ধরে তাই শীতের প্রকোপ একটু বেশিই। আবহাওয়া অধিদফতর থেকে বলা হয়েছে, আরও দু’তিনদিন সারাদেশে শৈত্য প্রবাহ থাকতে পারে। এর মধ্যে উত্তরের হিমেল বাতাস শীতের মাত্রা যেন বাড়িয়ে তুলছে। সারাদেশের মতো রাজধানীতেও এই শীতের প্রভাব লক্ষ্যণীয়। মোটা মোটা শীতবস্ত্রে আবৃত করে কনকনে ঠা-ার হাত থেকে বাঁচার চেষ্টা করছেন তারা। কিন্তু গৃহপালিত পশুপাখি ছাড়া অন্য প্রাণীকূলের অবস্থা নেহাত খারাপ বৈকি। শনিবার সূটের দেখা না পাওয়ায় স্থানীয় বেশ কিছু লোক জড়ো হয়ে আগুন জ্বালিয়ে আগুনের উষ্ণতা নেয়। এ সময় গর্ত থেকে উঠে আসে তাদেরই পাশে একটি ইন্দুরকেও আগুনের তাপ পোহাতে দেখা যায়। রাজারবাগ পুলিশ লাইন এলাকা থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×