ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিভিতে ঢাকা থিয়েটারের ‘ইতি পত্রমিতা’

প্রকাশিত: ০৫:৫৫, ২৮ ডিসেম্বর ২০১৪

বিটিভিতে ঢাকা থিয়েটারের ‘ইতি পত্রমিতা’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানমালায় আজ রবিবার রাত ৮-৩০ মিনিটে প্রচার হবে ঢাকা থিয়েটারের প্রযোজনা হাস্যরসাত্মক নাটক ‘ইতি পত্রমিতা’। দ্য নিউ কমেডি অব এররস অবলম্বনে সেলিম আলদীন রচিত নাটকটির মঞ্চনাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। ‘ইতি পত্রমিতা’ নাটকটি ঢাকা থিয়েটারের ৪২তম প্রযোজনা। নাটকের বিভিন্ন দৃশ্যে অভিনয় করেছেন রফিকুল ইসলাম, সুমন ইব্রাহিম, জয়শ্রী মজুমদার লতা, ফাহমিদা কামাল রিপা, হাসনাত মিথুন, প্রশান্ত মোদক, সালাহউদ্দীন আধার, রজব আলী, অনিক ইসলাম, রুবাইয়াৎ আহমেদ প্রমুখ। নাটকে কাহিনীতে দেখা যাবে দুই বন্ধুর ডাক নাম রিংকু। জাহান আলী রিংকু লম্বা বলে লম্বু রিংকু আর গোলাম মোস্তফা রিংকু খাটো বলে বাইট্টা রিংকু। তারা দুজনেই একই বাসায় থাকে এবং উভয়েই দুটি মেয়ের সঙ্গে পত্রমিতার মাধ্যমে প্রেম করে। অদ্ভুতভাবে তাদের পত্রমিতাদের নামও কাছাকাছি। লম্বু রিংকুর পত্রমিতার নাম টিংকু আর বাইট্টা রিংকুর পত্রমিতার নাম পিংকু। এই নিয়ে ভুল বোঝাবুঝিই এই নাটকের মূলে। সবশেষে ভুল ভেঙে যায় এবং আনন্দের মধ্যদিয়ে সমাপ্তি ঘটে।
×