ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজকের হরতাল প্রত্যাহার করুন ॥ এফবিসিসিআই

প্রকাশিত: ০৪:৫৬, ২৯ ডিসেম্বর ২০১৪

আজকের হরতাল প্রত্যাহার করুন ॥ এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা আজ সোমবারের সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজনৈতিক স্থিতিশীলতা ও দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা সমুন্নত রাখতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতালে সাধারণ নাগরিক জীবন, উৎপাদন ব্যবস্থা, পণ্য সরবরাহসহ দৈনন্দিন কার্যক্রম ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম ভীষণভাবে বিঘ্নিত হবে এবং তা সামগ্রিকভাবে অর্থনীতি, বাণিজ্য ও নাগরিক কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত করবে। এতে বলা হয়, দেশের বর্তমান স্থিতিশীল অর্থনীতিকে রাজনৈতিক কর্মসূচীর নামে কোন নৈরাজ্যকর পরিস্থিতি ব্যবসায়ী সমাজ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এবং রাস্তায় নামতে বাধ্য হবে বলে সংগঠনটি মনে করছে। ঘোষিত হরতাল কর্মসূচীর কারণে দেশের অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
×