ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আজ ভারোত্তোলন দল কাতার যাচ্ছে

প্রকাশিত: ০৫:২৯, ২৯ ডিসেম্বর ২০১৪

আজ ভারোত্তোলন দল কাতার যাচ্ছে

স্পোর্টস রিপোর্টার ॥ ইয়ুথ মহিলা ও জুনিয়র মহিলা এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ ও কাতার ইন্টারন্যাশনাল কাপে অংশ নিতে আজ কাতার যাচ্ছে ৮ সদস্যের বাংলাদেশ ভারোত্তোলন দল। এবারের এই দুই আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কাতারের রাজধানী দোহায়। বাংলাদেশের দুই উদীয়মান মেয়ে ভারোত্তোলক জোহরা আক্তার রেশমা (৪৪ কেজি) ও মাবিয়া আক্তার সীমান্ত (৬৩ কেজি) ওজন শ্রেণীতে অংশগ্রহণ করবেন ১৬তম ইয়ুথ মহিলা ও ২২তম জুনিয়র মহিলা এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে। কোচ হিসেবে আছেন জাতীয় শাহরিয়া সুলতানা সুচি। এছাড়া দেশের অন্যতম সেরা মহিলা ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা ৫৩ কেজি ওজন শ্রেণীতে অংশ নিচ্ছেন কাতার ইন্টারন্যাশনাল কাপে। তার কোচ হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন কাজল দত্ত। টিম লিডার হিসেবে কাতার যাচ্ছেন ফেডারেশনের সভাপতি মঞ্জুর কাদের কোরাইশী। আয়োজক কমিটির আমন্ত্রণে টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে যাচ্ছেন ভারোত্তোলন ফেডারেশনের সাধারণ সম্পাদক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ (অব) ও রেফারি হিসেবে যাচ্ছেন মহিলা ভারোত্তোলক খুরশিদা খাতুন খুশি।
×