ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা সমাপ্ত

প্রকাশিত: ০৫:২৯, ২৯ ডিসেম্বর ২০১৪

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা সমাপ্ত

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের উদ্যোগে আয়োজিত বে এম্পোরিয়াম জাতীয় সিনিয়র, মাস্টার ও নভিস শরীরগঠন প্রতিযোগিতা শেষ হয়েছে রবিবার। জাতীয় ২৬তম সিনিয়র প্রতিযোগিতায় ৫৫ কেজি ওজন শ্রেণীতে মি. বাংলাদেশ হন মোঃ আরিফুর রহমান, বাংলাদেশ আনসার। দ্বিতীয় হন সুজন, বাংলাদেশ জিম, মিরপুর, ঢাকা। তৃতীয় স্থান পান মোঃ শুক্কুর আলী, বাংলাদেশ আনসার। ৬০ কেজিতে মি. বাংলাদেশ হন রনজিত, বাংলাদেশ আনসার। দ্বিতীয় হন মোঃ নাজমুল ইসলাম, বাংলাদেশ আনসার। তৃতীয় হন সঞ্জয় দাশ, বাংলাদেশ আনসার। ৬৫ কেজিতে মি. বাংলাদেশ হন আনোয়ার হোসেন, বাংলাদেশ আনসার। দ্বিতীয় হয়েছেন মোঃ তাশদীদ হাসান, ফার্স ক্লাব, ঢাকা। তৃতীয় টিটু দাস, বাংলাদেশ আনসার। ৭০ কেজিতে মিস্টার বাংলাদেশ মনোনীত হন মোঃ মুরাদ, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা। দ্বিতীয় মোঃ নাজমুস সাকিব, বাংলাদেশ আনসার। তৃতীয় হয়েছেন নেজামুল ইসলাম, মানস জিম, চট্টগ্রাম। ৭৫ কেজি ওজন শ্রেণীতে মিস্টার বাংলাদেশ হয়েছেন মোঃ আবু সাঈদ রানা, বাংলাদেশ আনসার। দ্বিতীয় হন রফিক আহমেদ মুন্না, মুন্না নাইট্রিক্স জিম, চট্টগ্রাম। তৃতীয় হন জনিস উদ্দিন, মানস জিম, চট্টগ্রাম। ৮০ কেজি ওজন শ্রেণীতে মি. বাংলাদেশ হয়েছেন রফিকুল ইসলাম, বাংলাদেশ আনসার। দ্বিতীয় হন রাজেশ চক্রবর্তী, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম। তৃতীয় হন মোঃ আশরাফুজ্জামান, বাংলাদেশ আনসার। এছাড়া ৮০ কেজি প্লাস ওজন শ্রেণীতে মি. বাংলাদেশ হন সুমন চন্দ্র দাস, বাংলাদেশ আনসার। দ্বিতীয় হন মোঃ নূরে আলম রাব্বি, এডোনাইজ ফিটনেস সেন্টার লিঃ। তৃতীয় হন মোঃ ইব্রাহীম খলিল, বাংলাদেশ আনসার। প্রতিযোগিতায় ১১তম মাস্টার ক্যাটাগরিতে প্রথম হন মোঃ মাহসুদুর রহমান, এডোনাইজ ফিটনেস সেন্টার লি. ঢাকা। দ্বিতীয় হন মোঃ হারুনুর রশিদ, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম। তৃতীয় হন শেখ ইফতেখার রসূল লেবীন, বরিশাল ব্যায়ামাগার, বরিশাল এবং ১ম নভিস ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মু আলাউদ্দিন (আলো), মুন্না নাইট্রিকস জিম, চট্টগ্রাম। দ্বিতীয় হন আমজাদ হোসেন মুন্না, সৈকত ব্যায়ামাগার, চট্টগ্রাম। তৃতীয় হন মোঃ রায়হানুর রহমান, এডোনাইস ফিটনেস সেন্টার, ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শিবনাথ রায়, ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, শরীরগঠন ফেডারেমনের সহসভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার প্রমুখ।
×