ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ক্রিকেটারদের দেড় কোটি টাকার সহায়তা দিলেন

প্রকাশিত: ০৭:২৮, ২৯ ডিসেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী প্রতিবন্ধী ক্রিকেটারদের দেড় কোটি টাকার সহায়তা দিলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট এ্যাসোসিয়েশনকে (বিসিএপিসি) দেড় কোটি টাকার চেক হস্তান্তর করেছেন। খবর বাসসর প্রধানমন্ত্রী সন্ধ্যায় গণভবনে বিসিএপিসি সভাপতি ড. শেখ আব্দুস সালামের কাছে অনুদানের এ চেক হস্তান্তর করেন। এই অর্থের মধ্যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক দিয়েছে ৫০ লাখ টাকা। এছাড়া সাউথ ইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক ও প্রাইম ব্যাংক এই চারটি ব্যাংক ২৫ লাখ টাকা করে দিয়েছে। বিসিএপিসি উপদেষ্টা ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান এ সময় উপস্থিত ছিলেন। শীতার্তদের মাঝে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে রবিবার ৭৩ হাজার পিস কম্বল দিয়েছে ৯ ব্যাংক ও এক ব্যক্তি। ব্যাংকগুলো হচ্ছে এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এসবিএসি ব্যাংক, সিটি ব্যাংক ও উত্তরা ব্যাংক। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম আহমেদ চৌধুরী জানান, এসব ব্যাংকের চেয়ারম্যান ও এমডিরা গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ওই কম্বল হস্তান্তর করেন। এছাড়া আনোয়ার খান মেডিক্যাল কলেজের চেয়ারম্যান আনোয়ার হোসাইন খান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ১০ হাজার পিস কম্বল দান করেন। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতি নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন।
×