ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিয়াল-মিলান প্রীতি ম্যাচে রোমাঞ্চের আভাস

প্রকাশিত: ০৫:৪৭, ৩০ ডিসেম্বর ২০১৪

রিয়াল-মিলান প্রীতি ম্যাচে রোমাঞ্চের আভাস

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ক্লাব এসি মিলানের মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চিত বর্তমানে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি। আজ রাতে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ পরাশক্তি ও ইতালিয়ান ক্লাবটি। ঘরোয়া ফুটবলের বিরতির মাঝে দুবাইয়ে এসি মিলানের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত মিলানের কোচ ছিলেন আনচেলত্তি। সেই সময় তার শিষ্য ফিলিপ্পো ইনজাগি বর্তমানে মিলানের কোচ। সাবেক শিষ্যকে প্রতিপক্ষের ডাগআউটে পাবেন বলে রোমাঞ্চিত আনচেলত্তি। ম্যাচটি সামনে রেখে তিনি বলেন, আমি রোমাঞ্চিত। এটা বিশেষ কিছু হবে। কারণ, মিলানে আমার বড় ইতিহাস আছে এবং তাদের কোচ আমার একজন খেলোয়াড় ছিল। লড়াইটা উপভোগ্য হবে মনে করছেন রিয়াল বস। বলেন, এটা একটা প্রস্তুতি ম্যাচ। এখানে দুই দলের খেলোয়াড়রা সবাই নিজেদের খুব ভাল করে জানে। কিন্তু ফুটবল সমর্থকদের জন্য এটা দারুণ একটি প্রদর্শনী হবে। সোমবার রাতেই দুবাইয়ের পাম হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে গ্লোব সকার এ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এখানে সেরা ক্লাব হিসেবে বিজয়ী হওয়ার দৌড়ে ছিল রিয়াল মাদ্রিদ। সেরা কোচ হওয়ার দৌড়ে ছিলেন কার্লো আনচেলত্তি। গ্লোব সকার এ্যাওয়ার্ডের সেরা কোচের তালিকায় স্থান করে নেন আনচেলত্তি ছাড়াও বেয়ার্ন মিউনিখের কোচ পেপ গার্ডিওলা ও জার্মানির বিশ্বকাপজয়ী কোচ জোয়াকিম লো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিশেল প্লাতিনি, ফ্যাবিও কাপেলোর মতো ফুটবল ব্যক্তিত্বরা। রিয়ালের হয়ে আনচেলত্তির কোচিং অধ্যায়টা শুরু হয় বড় সাফল্য দিয়ে। এ বছরই তার অধীনে বহুল প্রতীক্ষিত লা ডেসিমা (দশম চ্যাম্পিয়ন্স লীগ) জয় করে রিয়াল। এছাড়াও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাকে হারিয়ে কোপা ডেল রে নিজেদের শোকেসে তোলে গ্যালাক্টিকোরা। পাশাপাশি এ বছরের উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও নিজেদের ঘরে তোলে স্প্যানিশ পরাশক্তিরা।
×