ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কর্ণফুলী সেতু ফ্লাইওভার হবে বন্দরের অর্থে

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ ডিসেম্বর ২০১৪

কর্ণফুলী সেতু ফ্লাইওভার হবে বন্দরের অর্থে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে নির্মিত হবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত ১৮ কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার। এতে ব্যয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা। বাস্তবায়নকারী সংস্থার নাম উল্লেখ না থাকায় প্রকল্পটি মাঠ পর্যায়ে গড়ানোর ক্ষেত্রে এতদিন অনিশ্চয়তা ছিল। সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন। ফলে এই কর্মযজ্ঞ শুরু হতে আর কোন বাধা নেই বলে জানা যায় বন্দর কর্তৃপক্ষ ও চউকের পক্ষ থেকে। শেখ হাসিনা রবিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শনে গেলে তাঁকে বিষয়টি অবহিত করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান আবদুচ ছালাম। গণপূর্তমন্ত্রী ফ্লাইওভারটির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দ্রুত এর বাস্তবায়ন কাজ শুরু করা প্রয়োজন বলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। প্রধানমন্ত্রীও এ সংক্রান্ত পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন সংশ্লিষ্টদের। বরিশালে তিনজনকে কুপিয়ে জখম ॥ তিন বাড়ি ভাংচুর স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ তুচ্ছ ঘটনার জের ধরে সোমবার বিকেলে জেলার গৌরনদীর হাপানিয়া গ্রামের তিনটি বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর, লুটপাট ও তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, তুচ্ছ ঘটনার জের ধরে ওই গ্রামের জাকির হাওলাদারের সঙ্গে প্রতিবেশী নাসিম তালুকদারের বাগ্বিত-ার এক পর্যায়ে নাসিম, সাগর ও তরিকুল ইসলামের নেতৃত্বে তাদের ২০-২৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসীরা জাকির হাওলাদার, বুলবুল হাওলাদার ও শাহজাহান হাওলাদারের বসতঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
×