ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারতীয় পার্লামেন্টে ‘গডসে’ নিষিদ্ধ

প্রকাশিত: ০৬:৩৬, ৩০ ডিসেম্বর ২০১৪

ভারতীয় পার্লামেন্টে ‘গডসে’ নিষিদ্ধ

কত শব্দই যে অসংসদীয় হয়ে যায়! যেমন ‘গডসে’! ভারতে হিন্দুত্বের রমরমায় গান্ধীজীর আঁততায়ী নাথুরাম গডসের মহিমাকীর্তনের ঝোঁক এসেছে। এ নিয়ে হাওয়া গরম হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশনে। বিষয়টি নিয়ে যে তর্ক-বিতর্ক হয়, তার নথি দেখতে গিয়ে এক সাংসদ আবিষ্কার করলেন, গডসের নামটি ছেঁটে দেয়া হয়েছে কার্যবিবরণী থেকে। কেন? এ শব্দটি নাকি অসংসদীয়। এ নিয়ে তর্ক তোলা বৃথা। সভার পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত?সাংসদদের আচরণসংক্রান্ত হ্যান্ডবুক সেরকমই বলছে। ‘গডসে’ শব্দটি প্রসঙ্গে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েনও জানিয়েছেন, শব্দটি অসংসদীয়, তাই এটি বাদ দেয়া হয়েছে।০ডসের নাম ছেঁটে দেয়ার বিষয়টিতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন সি পি এম সাংসদ পি রাজীব। -ওয়েবসাইট ইরাকে বিদেশী সেনার প্রয়োজন নেই ॥ আবাদি ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি আবারও বলেছেন, সন্ত্রাসীদের দমনের অজুহাতে সেদেশে বিদেশী সেনা উপস্থিতির কোন প্রয়োজন নেই। ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে ইরাকের সেনা ও গণবাহিনী যখন সাফল্যের পরিচয় দিচ্ছে তখন দেশটির প্রধানমন্ত্রী এ কথা বললেন। খবর ওয়েবসাইটের। আবাদি রাজধানী বাগদাদে এক ভাষণে ইরাকের ঐক্য বজায় রাখা এবং শত্রুদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার ওপর জোর দিয়ে বলেছেন, তার দেশের সেনারা কোন সন্ত্রাসীকেই ইরাকের মাটিতে তৎপরতা চালানোর সুযোগ দেবে না। তিনি মার্কিন সেনাসহ বিদেশী যে কোন সেনার দায়মুক্তির প্রস্তাবের বিরোধিতা করে বলেছেন, তার সরকার ও জনগণ শত্রুকে মোকাবেলা করতে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ এবং এ ধারা অব্যাহত রয়েছে।
×