ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ কাল থেকে

প্রকাশিত: ০৫:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৪

প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ কাল থেকে

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩০ ডিসেম্বর ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ আগামী বৃহস্পতিবার হতে শুরু হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের নিয়মিত ছাত্রছাত্রীদের ২০১৪ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষার ফরম পূরণ আগামী ১ জানুয়ারি (বৃহস্পতিবার) হতে ২১ জানুয়ারি পর্যন্ত বিলম্ব ফি ছাড়া এবং বিলম্ব ফিসহ ২২ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ঙহষরহব-এ চলবে। উল্লেখ্য, হিসাব বিবরণী ও বিবরণী ফরম স্ব-স্ব অঞ্চলের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রে হাতে হাতে জমা দিতে হবে। ডাকযোগে প্রেরিত বিবরণী ফরম গ্রহণ করা হবে না। উক্ত পরীক্ষা আগামী মার্চে অনুষ্ঠিত হবে। ফরম পূরণসহ অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (িি.িহঁ.বফঁ.নফ) এবং (িি.িহঁ.নফ.রহভড়) থেকে জানা যাবে। দিনাজপুরে চালকল শ্রমিকের মজুরি বাস্তবায়ন দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরে চাতাল ও চালকল শ্রমিকদের জন্য সরকার ঘোষিত মজুরি বাস্তবায়নের জোর দাবিতে দিনাজপুর প্রেসক্লাবের সামনে চাতাল শ্রমিক সহায়তা কমিটি (চাসক) জেলা কমিটির আয়োজনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্্সের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ব্রি’র বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা আজ শুরু নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৩০ ডিসেম্বর ॥ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০১৩-১৪ বুধবার (৩১ ডিসেম্বর) শুরু হচ্ছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করবেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. নাজমুল ইসলামের সভাপতিত্বে গাজীপুরস্থিত ব্রি মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. রফিকুল ইসলাম ম-ল, ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মোঃ শাহজাহান কবীর এবং পরিচালক (গবেষণা) ড. মোঃ আনছার আলী প্রমুখ। রাজশাহীতে ১৪ প্রতিবন্ধী পরীক্ষার্থী উত্তীর্ণ, দুইজন জিপিএ-৫ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এ বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় সাধারণ শিক্ষার্থীদের মতো প্রতিবন্ধীরাও ভাল ফলাফল করেছে। জেএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ১৭ জন প্রতিবন্ধীও অংশ নেয়। এদের মধ্যে ১৬ জন দৃষ্টিপ্রতিবন্ধী ও একজন শারীরিক প্রতিবন্ধী। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী দুইজন জিপিএ-৫সহ ১৪ জন বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। প্রতিবছরের মতো এবারও সাধারণ শিক্ষার্থীদের তুলনায় পিছিয়ে নেই এ সব প্রতিবন্ধী শিক্ষার্থী। তারাও নানা প্রতিকূলতাকে পেছনে ফেলে ভাল ফলাফল করেছে। এবার রাজশাহী শিক্ষাবোর্ড থেকে পরীক্ষায় ১৭ জন প্রতিবন্ধী শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে জয়পুরহাটের খঞ্জনপুর মিশন বালিকা বিদ্যালয়ের রুবেল বাসকি ও সুমরানী টপ্পো জিপিএ-৫ পেয়েছে। ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩০ ডিসেম্বর ॥ অবশেষে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম চালুর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। ফলে কুয়াকাটায় আগত পর্যটক-দর্শনার্থী ও পর্যটন এলাকার ব্যবসায়ীদের সর্বক্ষণিক শতভাগ নিরাপত্তা নিশ্চিত হতে যাচ্ছে। দীর্ঘ আকাক্সক্ষার প্রতিফলন ঘটতে যাওয়ার খবরে পর্যটন এলাকা কলাপাড়ার গোটা উপজেলার মানুষ, কুয়াকাটার পর্যটক-দর্শনার্থীর পাশাপাশি সেখানকার হোটেল-মোটেলসহ সকল ব্যবসায়ীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আগামী (২০১৫) সালের প্রথম দিকে ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরুর সম্ভাবনা রয়েছে। খবর সংশ্লিষ্ট সূত্রের। সূত্র মতে, ৫১ সদস্যের জনবল নিয়ে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ সেন্টার চালুর প্রক্রিয়া চলছে। যেখানে প্রধান হিসেবে থাকবেন একজন পুলিশ সুপার (এসপি)। এছাড়া একজন সহকারী পুলিশ সুপার (এএসপি), একজন পরিদর্শক (ওসি), একজন ট্রাফিক পরিদর্শক, সাতজন সাব ইন্সপেক্টর (এসআই), ১০জন সাব-ইন্সপেক্টর (এএসআই) এবং ৩০ জন কনস্টেবল থাকছে।
×