ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন বই হাতে বাড়ি ফেরার দিন আজ

প্রকাশিত: ০৫:৩৮, ১ জানুয়ারি ২০১৫

নতুন বই হাতে বাড়ি ফেরার দিন আজ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি-জামায়াত জোটের হরতালেও দেশব্যাপী স্কুলে স্কুলে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালনের প্রস্তুতি শেষ। আজ থেকেই সপ্তাহব্যাপী অন্যরকম এক উৎসবের মধ্য দিয়ে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সাড়ে চার কোটি শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হবে বিনামূল্যের ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার কপি নতুন পাঠ্যবই ও শিক্ষা উপকরণ। জামায়াতের হরতাল হলেও দেশের শিক্ষার স্বার্থে বছরের প্রথম দিন আজ সকাল সাড়ে নয়টায় রাজধানীর মতিঝিল সরকারী বালক বিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে পাঠ্যপুস্তক উৎসব উদযাপন করা হবে। শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের শুরু করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার। একইসঙ্গে দেশব্যাপী চলবে উৎসব। সকল ছাত্রছাত্রী খালি হাতে স্কুলে আসবে আর বিনামূল্যে নতুন বছরের পাঠ্যবই নিয়ে মহানন্দে বাড়ি ফিরবে। জামায়াত হরতাল ডাকলেও পূর্ব ঘোষণা অনুসারে বছরের প্রথম দিন থেকে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন হবে জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই দিনে হরতাল দেয়ারও তীব্র সমালোচনা করেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, বিনামূল্যে বই বিতরণের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় এ উৎসব পালিত হবে।
×