ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্ণিল আলোচ্ছটায় নেচে গেয়ে তারুণ্যের বর্ষবরণ

প্রকাশিত: ০৭:২৯, ১ জানুয়ারি ২০১৫

বর্ণিল আলোচ্ছটায় নেচে গেয়ে তারুণ্যের বর্ষবরণ

স্টাফ রিপোর্টার ॥ পুরনো বছর বিদায় আর নতুন বছর স্বাগত জানাতে বর্ষশুরুর প্রথম প্রহরে উৎসবে মাতে রাজধানীবাসী। বর্ষ বরণের কেন্দ্রস্থল ছিল ঢাবির টিএসসি। রাত বারোটা এক মিনিটে নেচে-গেয়ে বর্ষবরণের উৎসবে মাতে তরুণ-তরুণীরা। আনন্দের আতিশয্যে কেউ দেখা যায় আতশবাজি ফোটায়, ফানুস ওড়ায়, মেতে ওঠে হৈ-হুল্লোড়ে ঢোলবাদ্যি আর খোল-জুরির ঝঙ্কারে কেউ কেউ শুরু করে নাচ গান। শুধু টিএসসি নয়, ক্যাম্পাসজুড়েই প্রথম প্রহরে তারুণ্যের উচ্ছ্বলতা ছিল দেখার মতো। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো বর্ষবরণে রাতভর নানা কর্মসূচী পালন করে। এ উৎসবে ঢাবি ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন। বর্ষবরণ উৎসব কেন্দ্র করে যাতে কোন বিশৃঙ্খলা না হয়, সেজন্য র‌্যাব-পুলিশ ছিল সক্রিয়। বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকা বিকেল থেকে বন্ধ করে দেয়া হলেও অনেকেই দুপুরের মধ্যেই ক্যাম্পাসে ঢুকে পড়ে, মাতে বর্ষবরণে। বর্ষবরণ নিয়ে আনন্দের জোয়ার ছিল হাতিরঝিলেও। এছাড়া ঢাকার নানা প্রান্তে তরুণ-তরুণীরা ছিল বর্ষবরণের উচ্ছলতায়। বারোটায় গুলশানে নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপির বিদায়ী কমিশনার বেনজীর আহমেদ বলেন, সকল চ্যালেঞ্জ সামনে রেখেই থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, অত্যন্ত সুশৃঙ্খলভাবেই নববর্ষ উদযাপন করছে নগরবাসী। কোথাও কোন উচ্ছৃঙ্খলতার খবর পাওয়া যায়নি। জাতি হিসেবে আমরা সুশৃঙ্খল। আগামী বছর সব ষড়যন্ত্র মোকাবেলা করে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাব- নববর্ষে এই হোক আমাদের কামনা।
×