ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিউইয়র্কের সাবেক গবর্নর মারিও কুয়োমো পরলোকে

প্রকাশিত: ০৪:৪৮, ৩ জানুয়ারি ২০১৫

নিউইয়র্কের সাবেক  গবর্নর মারিও  কুয়োমো পরলোকে

নিউইয়র্কের সাবেক গবর্নর মারিও কুয়োমো বৃহস্পতিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। এক সময় তাঁকে হোয়াইট হাউস বা সুপ্রীমকোর্টের অন্যতম প্রধান প্রার্থী হিসেবে মনে করা হতো। খবর এএফপির। কি কারণে মারিও মারা গেছেন তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে নবেম্বর মাসে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনবার গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই গবর্নর এমন দিনে মারা গেলেন যে দিন একটি অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো নিউইয়র্কের গবর্নর হিসেবে তাঁর বড় ছেলে এ্যান্ড্রু কুয়োমোর অভিষেক হয়। অভিষেক অনুষ্ঠানে এ্যান্ড্রু কুয়োমো বলেন, ‘আমার বাবা আজ এখানে উপস্থিত থাকতে না পারলেও তিনি এখানে আছেন। এখানে যাঁরা উপস্থিত রয়েছেন তাঁদের সবার হৃদয়ে তিনি রয়েছেন।’ এ্যান্ড্রু আরও বলেন, ‘তাঁর অনুপ্রেরণা ও অভিজ্ঞতাই আজ এই অঙ্গরাজ্যকে এ পর্যায়ে নিয়ে এসেছে।’ মারিও তাঁর বাগ্মিতা এবং নিউইয়র্কে মৃত্যুদ- পুনর্বহালের উদ্যোগের কট্টর বিরোধিতার জন্য সুপরিচিত। ১৯৮৪ সালে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তাঁর একটি জনপ্রিয় বক্তৃতার জন্য তিনি জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।
×