ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা ॥ উন

প্রকাশিত: ০৪:৪৯, ৩ জানুয়ারি ২০১৫

দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার পথ খোলা ॥ উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার নববর্ষ উপলক্ষে রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, তিনি তার প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা শুরু করার ব্যাপারে আন্তরিক। সিউলের কাছ থেকে সংলাপ প্রস্তাব পাওয়ার পরই তিনি এ ঘোষণা দেন। খবর ওয়েবসাইটের। কিম বলেন, দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের অগ্রগতি ঘটাতে চাইলে স্থবির বৈঠক আবারও শুরু করতে পারি। তার পিতা কিম জং ইল ২০১১ সালে মারা যাওয়ার পর তিনি ক্ষমতাসীন হন। দেশের নেতা হি দিলেন। আগে রেকর্ড করা এ ভাষণে কিম বলেন, সেখানে পরিবেশ ও পরিস্থিতি ইতিবাচক থাকলে (দক্ষিণ কোরিয়ার) সঙ্গে উচ্চপর্যায়ে আলোচনা না হওয়ার কোন কারণ নেই। ১৯৫০-১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধের সময় বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবারগুলোর পুনর্মিলনের সমস্যাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা জানুয়ারিতে আবারও শুরু করার প্রস্তাব দেয় দক্ষিণ কোরিয়া।
×