ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুক্তি নবায়নে তেভেজের অনীহা

প্রকাশিত: ০৪:৫৮, ৩ জানুয়ারি ২০১৫

চুক্তি নবায়নে তেভেজের অনীহা

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান সিরি এ লীগের জায়ান্ট ক্লাব জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে অনীহা প্রকাশ করেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। বরং বর্তমান মেয়াদ পরিপূর্ণভাবে শেষ করেই স্বদেশে ফিরতে চান তিনি। দুই মৌসুম আগে ইংলিশ প্রিমিয়ার লীগের শক্তিশালী ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে সিরি এ লীগের চ্যাম্পিয়ন জুভেন্টাসে যোগ দেন তিনি। এরপর থেকেই দুর্দান্ত পারফর্মেন্স উপহার দিয়ে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়। বর্তমানে ইতালিয়ান লীগেও সর্বোচ্চ স্কোরার এই আর্জেন্টাইন তারকা। তবে তুরিনের দলটির সঙ্গে তার বর্তমান চুক্তি আর বৃদ্ধি করার কোন ইচ্ছা নেই তেভেজের। এর ফলে ২০১৬ সালের জুনেই ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা যায় যে, জুভেন্টাস তার সঙ্গে চুক্তির মেয়াদ বৃদ্ধিতে আগ্রহী। এবং সবকিছু ঠিক থাকলে ২০১৮ সাল পর্যন্ত তেভেজকে জুভেন্টাসেই রেখে দেবে তারা। কিন্তু তাতে কোন আগ্রহ নেই সাবেক ম্যানচেস্টার সিটির এই তারকা ফুটবলারের। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির এই সম্পর্কে কার্লোস তেভেজ বলেন, ‘২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসের সঙ্গে করা আমার চুক্তিটিকে আমি সম্মানের চোখেই দেখি। এটা সম্পন্ন করাই আমার পরিকল্পনা। এই মুহূর্তে এই চুক্তি নবায়ন করার কোন ইচ্ছা আমার নেই। আমি যখন ক্লাবটিতে যোগ দেই তখনও এই কথাই বলেছিলাম।’ তবে কেন তিনি নতুন করে ক্লাবের সঙ্গে চুক্তি করতে চান না। এমন প্রশ্ন অনেক ভক্ত-অনুরাগীর মনেই জেগেছে। তাহলে কী জুভেন্টাস ছেড়ে ছোটবেলার ক্লাব বোকা জুনিয়র্সে যোগ দিচ্ছেন তিনি। এ ব্যাপারেও সুস্পষ্ট কোন ব্যাখ্যা দেননি তেভেজ। এ বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে ৩০ বছর বয়সী আর্জেন্টাইন তারকা জানান ভবিষ্যত নিয়ে এখনও কোন সিদ্ধান্তে তিনি পৌঁছাননি। এ বিষয়ে তার অভিমত হলো, ‘এই মুহূর্তে এ সম্পর্কে কিছু বলাটা কঠিন। বর্তমানে আমি সর্বোচ্চ পর্যায়ে খেলছি, তাই এখন শান্ত থাকাই গুরুত্বপূর্ণ। বর্তমানের মুহূর্তটি উপভোগ করাই হবে সঠিক সিদ্ধান্ত। অবিরাম ভবিষদ্বানী আমার মনোসংযোগ নষ্ট করতে পারে। ক্লাবের সঙ্গে এখনও দেড় বছরের চুক্তি রয়েছে আমার। আর আপনি যখন এমন ক্লাবে বেশ ভালভাবে খেলবেন তখন আসলে বিদায় বলাটা কঠিন হয়ে দাঁড়ায়।’
×