ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রবাসী যুবকসহ তিন জেলায় ৪ জনকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:২৬, ৩ জানুয়ারি ২০১৫

প্রবাসী যুবকসহ তিন জেলায় ৪ জনকে কুপিয়ে হত্যা

জনকণ্ঠ ডেস্ক ॥ পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচরে দুই সিএনজি চালক, টাঙ্গাইলের কালিহাতীতে এক ব্যক্তি ও মাগুরায় সৌদি ফেরত যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া নিখোঁজের ৪ দিন পর মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে এক গার্মেন্ট ব্যবসায়ীর, কুমিল্লায় অটোরিকশা চালক ও নেত্রকোনায় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার- জানা গেছে, শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে দুই সিএনজি চালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহতরা হলেন-মিলন হাওলাদার (৩২) ও আব্বাস সরদার (৪০)। এদের মধ্যে একজন বৃহস্পতিবার রাতে এবং অপরজন শুক্রবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচরের চরবাচামারা বাজারের একটি দোকানে চা পান করছিলেন মিলন হাওলাদার। এ সময় দিদার শিকদার, শিশু শেখ, ঠান্ডু বেপারিসহ ১২ থেকে ১৪ জন মিলনকে পাশের একটি ক্ষেতে ডেকে নিয়ে কুপিয়ে আহত করে। এ সময় মিলনের নিকটাত্মীয় আব্বাস সরদার বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে আহত করে এবং তার পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আব্বাসকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে তার মৃত্যু হয়। মিলন ওই এলাকার মৃত আদেল হাওলাদারের ছেলে এবং আব্বাস একই এলাকার মৃত মজিদ সরদারের ছেলে। মাগুরা ॥ সদর উপজেলার নিজনান্দুয়ালী তালতলায় বৃহস্পতিবার রাতে মিন্টু মোল্লা (৩০) নামে সৌদি আরব ফেরত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শ্রীপুর উপজেলার বাইরপাড়া গ্রামের কালাম মোল্লার ছেলে। মাগুরা শহরের জেটিসি রোডে স্বর্ণপট্টিতে শ্বশুরবাড়িতে তিনি বসবাস করতেন। টাঙ্গাইল ॥ কালিহাতিতে কাইয়ুম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার রাজাবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত কাইয়ুম ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে। নেত্রকোনা ॥ সদর উপজেলার মেদনী ইউনিয়নের দিগজান এলাকা থেকে শুক্রবার দুপুরে হারেছ মিয়া (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে নিখোঁজের চারদিন পর গার্মেন্ট ব্যবসায়ী সোহাগ ঢালীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ঢাকা-নওপাড়া সড়কের বেজগাঁও ডোবা থেকে শার্ট -প্যান্ট পরিহিত লাশটি উদ্ধার করা হয়। তিনি রাজবাড়ী জেলা শহরের সোহাগ গার্মেন্টের মালিক। এ ঘটনায় রাজবাড়ী থানায় গত ৩০ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার বিকেলে সোহাগ ঢালীর লাশ পাওয়া যায়। কুমিল্লা ॥ সদর উপজেলার আমতলী গ্রাম থেকে শুক্রবার সকালে মনির হোসেন (৩৮) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ফরিদ উদ্দিনের পুত্র।
×