ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

প্রকাশিত: ০৫:২৭, ৩ জানুয়ারি ২০১৫

দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া থেকে ॥ যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর শুক্রবার সকালে আবারো আশুগঞ্জ সার কারখানার উৎপাদন শুরু হয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ’ টন করে প্রায় ১শত কোটি টাকার ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয়েছে। দীর্ঘদিন কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রায় শূন্যের কোটায় রয়েছে কারখানার নিজস্ব উৎপাদন-মজুদ। তবে আমদানিকৃত সারের পর্যাপ্ত মজুদ থাকায় সার সঙ্কটের সম্ভাবনা নেই বলে জানান কর্তৃপক্ষ। চলতি র্অথবছরে ১ লাখ ৭০ হাজার টন ইউরিয়া উৎপাদন লক্ষমাত্রা নির্ধারণ করেছে বিসিআইসি। কিন্তু দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় বিগত ৬ মাসে ৪২ হাজার ৭শ’ টন ইউরিয়া উৎপাদন হয়েছে। এতে চলতি অর্থবছরে কারখানার লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা রয়েছে। কারখানা সূত্রে জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের নির্দেশে গ্যাস সরবরাহের লক্ষ্যে গত অর্থবছরের ১৭ মার্চ থেকে আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ ছিল। সেপ্টেম্বরের শুরুতে গ্যাস সরবরাহ দেয়া হলেও প্রথম কয়েকদিন ছিল গ্যাসের চাপ, পরে বয়লার ইউনিটের সুপার হিটার, পাম্প নষ্ট হওয়ায় বিভিন্ন সময়ে কমপক্ষে ১০ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকে। সর্বশেষ ৩ নবেম্বর থেকে সিংগ্যাস কম্প্রেসারে রোটরে ত্রুটির কারণে কারখানার বন্ধ হয়ে যায়। পরে স্পেসার পার্টস হিসেবে রক্ষিত অপর একটি রোটর ইতালি থেকে মেরামত শেষে সংযোজনের পর ২ মাস পর গত ডিসেম্বর ২৮ তারিখ থেকে কারখানার স্টার্টআপ হয়। শুক্রবার সকালে ইউরিয়া উৎপাদন শুরু হয়।
×