ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৬:৪৬, ৩ জানুয়ারি ২০১৫

সাতকানিয়ায় যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় যুবলীগের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ফুলতলা বাজারে এ ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতারা। কাঞ্চনা শান্তিরটেক এলাকার বাসিন্দা নিহত জামাল হোসেন (৩২) স্থানীয় আওয়ামী লীগ নেতা নেতা নুরুল আলমের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন জানান, সন্ধ্যায় ফুলতলা বাজারে একটি দোকানে বসে ছিলেন জামাল। মুখোশ পরা পাঁচ/ছয়জনের একটি দল অটোরিকশা থামিয়ে তার দিকে গুলি ছুড়তে থাকলে এক পর্যায়ে ঘটনাস্থলেই জামালের মৃত্যু হয়। এর মধ্যে তিন থেকে চারটি গুলি জামালের মুখ ও গলাসহ শরীরের বিভিন্নস্থানে লাগে। জামালের হত্যাকাণ্ডের জন্য জামায়াত-শিবিরের কর্মীদের দায়ী করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান। তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আলমের বিভিন্ন কাজকর্ম দেখাশোনার পাশাপাশি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল জামাল। গত বছর শিবির সন্ত্রাসীদের হাতে নুরুল আলমের ভাতিজা ছাত্রলীগ নেতা হাসান নিহত হয়। এই ঘটনার মামলার বাদী নুরুল আলম। এ কারণে শিবিরের সন্ত্রাসীরা জামালকে হত্যা করেছে বলে তার দাবি।
×