ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শাশা ডেনিমসের আইপিওতে আবেদন ৫ গুণ

প্রকাশিত: ০৪:১৫, ৪ জানুয়ারি ২০১৫

শাশা ডেনিমসের আইপিওতে আবেদন ৫ গুণ

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া শাশা ডেনিমসের আইপিওতে ৯০৯ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা পড়েছে। চা কোম্পানির চাহিদার তুলনায় পাঁচ দশমিক ১৯ গুণ বেশি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শাশা ডেনিমস পুঁজিবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করবে। এর বিপরীতে জমা পড়েছে ৯০৯ কোটি ৫০ লাখ ৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। এর মধ্যে মিউচুয়াল ফান্ডসহ স্থানীয় বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ৯০৭ কোটি ১৪ লাখ ৮৬ হাজার ৮৩৩ টাকার আবেদন। আর গত ২১ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীরা জমা দিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকার আবেদন। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ ছিল। এর আগে ১৪ ডিসেম্বর এ কোম্পানির আইপিও আবেদন শুরু হয়। স্থানীয় বিনিয়োগকারীরা ২১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পেয়েছেন। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্যে শেয়ার ইস্যু করেছে। এর আগে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫২৯তম সভায় শাশা ডেনিমসের আইপিও অনুমোদন দেয়া হয়। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধে ব্যয় করবে। কোম্পানিটির ইসু্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
×