ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় তবলীগ আহলে সুন্নাত সংঘর্ষ, আহত ৩০ বাড়ি গাড়ি ভাংচুর

প্রকাশিত: ০৫:৩০, ৪ জানুয়ারি ২০১৫

বি’বাড়িয়ায় তবলীগ আহলে সুন্নাত সংঘর্ষ, আহত ৩০ বাড়ি গাড়ি ভাংচুর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদ-ই-মিলাদুন্নবী পালন নিয়ে তবলীগ জামাত ও আহলে সুন্নাতের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। দুপরে উপজেলার খিরাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চাওরা গ্রামের দৌলতবাড়ি দরবার শরীফ থেকে ঈদ-ই-মিলাদুন্নবী জশনে জুলুসের প্রস্তুতিমূলক এক মিছিল বের করে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মিছিলটির নেতৃত্ব দেন উপজেলার সেক্রেটারি সৈয়দ নাইমুদ্দিন। মিছিলটি চম্পকনগরস্থ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সামনে এলে বাধা দেয় তবলীগ জামাতপন্থীরা। মিছিলে বাধা দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষ পার্শ্ববর্তী চম্পকনগর ও নোয়াগাঁও গ্রামে ছড়িয়ে । সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হয়েছে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে চিকিৎসা নেয়। ৩-৪টি বাড়িঘর ও ৩টি পিকআপ ট্রাক ব্যাপক ভাংচুর চালায় দাঙ্গাবাজরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ ও ৮ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
×