ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাম-পরিচয় গোপন করে প্রেম ॥ জনতার চাপে অবশেষে বিয়ে

প্রকাশিত: ০৩:৫৪, ৬ জানুয়ারি ২০১৫

নাম-পরিচয় গোপন করে প্রেম ॥ জনতার চাপে অবশেষে বিয়ে

রফিকুল হাসান চৌধুরী তুহিন, হবিগঞ্জ থেকে ॥ ধর্ম পরিচয় ও আগের সংসারের খবর গোপনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলেও এক কন্যা সন্তানের জনক চতুর রাজনের শেষ রক্ষা হলো না। প্রেমিকার বুদ্ধিমত্তা আর জনতার কাছে মাথা নত করে হবিগঞ্জের উপজেলা লাখাইয়ের পল্লী করাবের রাজনকে গ্রহণ করতে হলো পবিত্র ধর্ম ইসলাম। অতঃপর বিয়ে হলো প্রেমিকা সাবিনা আখঞ্জি ও প্রেমিক রাজন দেব ওরফে ওমর ফারুকের। সাবিনা জেলার বানিয়াচঙ উপজেলাধীন সদর যাত্রাপাশা গ্রামের শোয়েব আহমদের কন্যা। শুধু তাই নয়, সাবিনা হবিগঞ্জ শহরের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। আর রাজন জেলার ওই গ্রামের বাসিন্দা নারায়ণ দেবের পুত্র ও খাজা গার্ডেন সিটিতে কর্মরত একজন মোবাইল সেলসম্যান। দীর্ঘদিন যাবত ওই পরিচয় গোপন রেখে রাজন প্রেমের সম্পর্কে জড়িয়ে ফেলেন সাবিনাকে। এরই জের ধরে শনিবার রাত পৌনে ৯টার দিকে হবিগঞ্জ শহরের ঘোষপাড়া এলাকার একটি বাসায় রাজন ও সাবিনা অন্তরঙ্গ সময় কাটাচ্ছিলেন। এই ঘটনা আশপাশের লোকজন আঁচ করতে পেরে উভয়কে আটক করে। এ সময় সাবিনা জানতে পারেন রাজন হিন্দু সম্প্রদায়ভুক্ত ওই গ্রামের বাসিন্দা নারায়ণ দেবের পুত্র। এ পর্যন্ত ঘটে যাওয়া গভীর সম্পর্কের কারণে সাবিনার পেছনে ফেরা আর সম্ভব নয়। ফলে উপস্থিত লোকজনের পাশাপাশি সাবিনাও নাছোড়। রাজনকে সিদ্ধান্ত জানায়, মুসলমান হয়ে এখনই তাকে বিয়ে করতে হবে। অবশেষে রাজন মুসলমান হতে রাজি হলে তাৎক্ষণিক বিয়ে পড়ান কাজী ওয়াদুদ আহমেদ। এই বিয়ের দেন মোহর ধার্য হয় ১৫ লাখ টাকা। শেষে উত্তেজিত লোকজন শান্ত হয়ে শুরু করে রসিকতা। জনতা ছেড়ে দেয় প্রেমিক যুগল সাবিনা ও রাজনকে। বরিশালে চার মাস পর রাজমিস্ত্রির কঙ্কাল উদ্ধার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিখোঁজের চার মাস পর জেলার বাকেরগঞ্জ উপজেলার সুন্দরকাঠী গ্রামের একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া কঙ্কালটি ওই গ্রামের রাজমিস্ত্রি মোতালেব চৌকিদারের (৫০) বলে দাবি করেন তার স্ত্রী মলিনা বেগম। ওই দিন মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ জানান, উদ্ধার হওয়া কঙ্কালের পাশে পড়ে থাকা মোবাইল সেটের আইএমই নম্বর থেকে কঙ্কালটি মোতালেবের বলে নিশ্চিত হয়েছেন।
×