ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় কারাতে, সেনাবাহিনী চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:০৩, ৬ জানুয়ারি ২০১৫

জাতীয় কারাতে, সেনাবাহিনী চ্যাম্পিয়ন

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত দু’দিনব্যাপী জাতীয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চ্যাম্পিয়ন ১০টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৬টি পদক লাভ করে। রানার্সআপ হয়েছে বাংলাদেশ আনসার। তারা পেয়েছে ৬টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১৩টি পদক। তৃতীয় হয়েছে বাংলাদেশ পুলিশ। তাদের প্রাপ্তি ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৫টি পদক। মিরপুর শহীদ সোহ্্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করেন যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী শ্রী বীরেণ সিকদার এমপি। উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের সাবেক মহাপরিচালক মোঃ মোখলেছুর রহমান ও আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সেনাবাহিনীকে ১০ হাজার টাকা এবং রানার্সআপ দল আনসারকে ৫ হাজার টাকার অর্থ পুরস্কার প্রদান করা হয় মার্সেলের পক্ষ থেকে। এবারের এই ২৩তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় কাতা ও কুমিতে মোট ১৮টি ইভেন্টে বিভিন্ন জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস দল থেকে পুরুষ ও মহিলা সব মিলে তিন শতাধিক কারাতেকার অংশ নেয়।
×