ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্যামুয়েলসের ব্যাটে উইন্ডিজের লড়াই

প্রকাশিত: ০৬:০৫, ৬ জানুয়ারি ২০১৫

স্যামুয়েলসের ব্যাটে উইন্ডিজের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ বৃষ্টির জন্য ড্র হয়েছিল পোর্ট এলিজাবেথের দ্বিতীয় টেস্ট। তিন দিন মোটামুটি নির্বিঘেœ কাটলেও প্রকৃতি বাগড়া বাঁধিয়েছে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও। বৃষ্টির জন্য কেপটাউন টেস্টে কাল চতুর্থ দিনের খেলা শুরুই হয় সাড়ে চার ঘণ্টা পর! এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ রান। ক্যারিয়ারের ২১তম হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ৫০ রানে ব্যাট করছিলেন মারলন স্যামুয়েলস। সব মিলিয়ে ক্যারিবীয়দের লিড ৪৩ রানের। আর প্রথম ইনিংসে উইন্ডিজের ৩২৯ রানের জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা করে ৪২১ রান, যার পুরোধা সেঞ্চুরিয়ান এবি ডিভিলিয়ার্স। ক্যারিয়ারের ২১তম সেঞ্চুরি তুলে নেন তুখোড় এই উইলোবাজ। ১৯৪ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১৪৮ রান করে সাজঘরে ফেরেন ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার হয়ে তার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে আর তিন জনেরÑজ্যাক ক্যালিস (৪৫), গ্রায়েম স্মিথ (২৭) ও হাসিম আমলার (২৩)। এ ছাড়া ফ্যাফ ডুপ্লেসিসের ৬৮, অধিনায়ক আমলার ৬৩ উল্লেখযোগ্য। অতিথিদের হয়ে দুটি করে উইকেট নেন জেসন হোল্ডার ও মারলন স্যামুয়েলস। সিরিজ হারের শঙ্কা থাকলেও আগেই নিজেদের ব্যাটিং নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন অধিনায়ক দিনেশ রামদিন। তিন হাফ সেঞ্চুরির ওপর ভর করে প্রথম ইনিংসে সফরকারীদের তিন শ’র ওপরে স্কোর গড়া হয়ত তারই প্রমাণ!
×