ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া অসুস্থ

প্রকাশিত: ০৬:৫২, ৬ জানুয়ারি ২০১৫

খালেদা জিয়া অসুস্থ

স্টাফ রিপোর্টার ॥ গুলশানের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় মহিলা দলের নেতাকর্মীদের দিকে ছোড়া পিপার স্প্রের ঝাঁঝে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াও। কিছুটা শ্বাসকষ্ট দেখা দিয়েছে। রাতে দু’দফা তার শারীরিক পরীক্ষা করেছেন চিকিৎসকরা। বিএনপি চেয়ারপার্সনের প্রেসসচিব মারুফ কামাল খান জানান, পুলিশের ছোড়া পিপার স্প্রের প্রভাবে ম্যাডাম অসুস্থ বোধ করছেন। দুইজন চিকিৎসক এসেছেন। তাঁরা তাঁকে চিকিৎসা দিচ্ছেন। এদিকে সোমবার রাত ৮টার দিকে প্রথম দফার ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গুলশান কার্যালয়ে গিয়ে খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা করেছে। এরপর রাত ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালের এক চিকিৎসক একটি এ্যাম্বুলেন্সে করে গুলশান কার্যালয়ে যান। এ সময় পুলিশ এ্যাম্বুলেন্সটি বাইরে রেখে ওই চিকিৎসককে কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেন। এ সময় ওই চিকিৎসকের হাতে অক্সিজেনের সিলিন্ডার ছিল। উল্লেখ্য, সোমবার বিকেলে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপি চেয়াপার্সনের গাড়িটি প্রধান ফটকের কাছাকাছি এলে পুলিশ কর্মকর্তাদের কাছে গেট খুলে দেয়ার অনুরোধ করেন কার্যালয়ের কর্মকর্তা প্রাক্তন আইজিপি এম এ কাইয়ুম। কিন্তু গেট না খোলায় নেতাকর্মীরা গেট ধরে ধাক্কাধাক্কি করতে থাকেন। এ সময় পুলিশ কার্যালয়ের ফটকে তালা দেয়ায় খালেদার সঙ্গী মহিলা দলের নেত্রীরা বিক্ষোভ করলে পুলিশ পিপার স্প্রে ছোড়ে। খালেদা জিয়া ওই সময় গাড়িতে ছিলেন।
×