ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষি ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৫:১৯, ৭ জানুয়ারি ২০১৫

কৃষি ব্যাংকের ৪ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ সম্পত্তির জাল দলিল বন্ধক রেখে ও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে বাংলাদেশ কৃষি ব্যাংকের ৪ উর্ধতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপ-পরিচালক সেলিনা আখতার তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। দুদক জনকণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেছে। যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন কৃষি ব্যাংকের রুলস এ্যান্ড মাইক্রো ক্রেডিট বিভাগের ডিজিএম শহীদুল ইসলাম, কুষ্টিয়ার স্থানীয় মূখ্য কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) উত্তম কুমার কু-ু, ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) এজহারুল হক ভুঁইয়া, ঢাকার স্থানীয় মূখ্য কার্যালয়ের এজিএম অখিল চন্দ্র দত্ত।
×