ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে পুলিশসহ আহত ২

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রদল শিবিরের হামলা

প্রকাশিত: ০৫:৪৩, ৭ জানুয়ারি ২০১৫

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ছাত্রদল শিবিরের হামলা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৬ জানুয়ারি ॥ জেলার সেনবাগে ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবির কর্মিরা ককটেল হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটছে। এ সময় সেনবাগ থানার ওসি ও চার পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার সেবারহাট শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। এসময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। হামলায় আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক, সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনীতে প্রেরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন, সেনবাগ থানার পরিদর্শক জাকির হোসেন, উপ-পরিদর্শক নোমান, সহকারি উপ-পরিদর্শক এ বি হিমেল ও সদস্য খোকন। এছাড়া জেলা ছাত্রলীগের সদস্য সাহেদুল ইসলাম সোহেল ও বীজবাগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাফিন গুলিবিদ্ধ হয়, কুপিয়ে জখম করা হয় তিন পুকুরিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এরশাদ উল্যা লেলিনকে। প্রকল্পের নামে শার্শায় চেয়ারম্যানের অর্থ আত্মসাত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শার্শার ২ নম্বর লক্ষ্মণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রকল্পের ফ্যাসিলিটেটর তদন্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দাখিল করেছেন। জানা গেছে, ২০১৩-১৪ অর্থবছরে শার্শার লক্ষ্মণপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে নাসিরের বাড়ির মোড়ে ১টি, সফিকুলের বাড়ির পাশে ১টি ও নুর বকসের বাড়ির পাশে একটি মোট তিনটি আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনের কথা ছিল। এ ব্যপারে তিনি প্রকল্পের টাকা উত্তোলন করেছেন। কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে, নাসিরের বাড়ির মোড়ে কোন নলকূপ স্থাপন করা হয়নি। সফিকুলের বাড়ির মোড়ে মাত্র ৮টি পাইপ দিয়ে একটি নলকূপ স্থাপন করা হয়েছে, যার খরচ হয়েছে মাত্র ১০ হাজার টাকা। একই ভাবে নুর বকসের বাড়ির পাশে ৮টি পাইপ দিয়ে একটি আর্সেনিক মুক্ত নলকূপ স্থাপন করেছেন। এই খাতে চেয়ারম্যান কামাল হোসেন ১ লাখ ৮০ হাজার টাকা দুর্নীতি করেছেন। একই ভাবে ২০১৩-১৪ অর্থবছরে এলজিএসপি-২ প্রকল্পের আওতায় দুর্গাপুর গ্রামে ৩০ মহিলার হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ এবং বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণের কথা থাকলেও তিনি তা করেননি। এ ভাবে তিনি দুই প্রকল্প থেকে লাখ লাখ টাকার দুর্নীতি করেছেন। এ ব্যাপারে এলজিএসপি-২ প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর আব্দুল হালিম তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য গত ২৪ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সুপারিশ করেছেন।
×