ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এসএম কিবরিয়া হত্যা মামলা

হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বরখাস্ত

প্রকাশিত: ০৫:৪৬, ৭ জানুয়ারি ২০১৫

হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বরখাস্ত

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ জানুয়ারি ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জি, কে গউছকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩১ (১) ধারার বিধান অনুয়ায়ী হবিগঞ্জ পৌরসভার ওই পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়। মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (পৌর-১)-এর উপ-সচিব মোঃ খলিলুর রহমানের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয়। মঙ্গলবার সকালে এই প্রজ্ঞাপনের অনুলিপি ফ্যাক্সে হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীনের নিকট সংশিষ্ট মন্ত্রণালয়ের শাখা থেকে প্রেরণ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিআইডির তদন্তকারী কর্মকর্তা অধিকতর তদন্ত শেষে সাবেক অর্থমন্ত্রী শামস্ কিবরিয়া হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ জি, কে গউছসহ ৩২ জনকে আসামি করে বিগত ২০১৪ সালের ১০ ডিসেম্বর বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতে ২১ ডিসেম্বর এই অভিযোগপত্র গৃহীতও হয়। সেই সঙ্গে পলাতক সকল আসামিদের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানাও জারি করে আদালত। এমনকি ২৮ ডিসেম্বর মেয়র জি, কে গউছ হাজির হয়ে জামিন প্রার্থনা করলে তার জামিন নামঞ্জুর হয় তাকে জেল হাজতে সেহেতু সাবেক অর্থমন্ত্রী শামস্ কিবরিয়া হত্যা সংক্রান্ত মামলার আসামি কারারুদ্ধ জি, কে গউছ তার মেয়র পদের ক্ষমতা প্রয়োগ করে হবিগঞ্জ পৌরসভার স্বার্থের পরিপন্থী কোন কর্মকা-ে লিপ্ত হতে পারেন বলে প্রশাসনিকভাবে প্রতীয়মান হয়। ফলে জনস্বার্থে গউছকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এছাড়া একই প্রজ্ঞাপনে হবিগঞ্জ মেয়রের দায়িত্বভার অনতিবিলম্বে গ্রহণের জন্য প্যানেল মেয়র-১ কে অনুরোধ জানানো হয়েছে। নাটোরে দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম, পিস্তলসহ আটক ৫ সংবাদদাতা, নাটোর, ৬ জানুয়ারি ॥ নাটোরে জীবন ও সুজন নামের দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার বিকেলে শহরের ঝাউতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত জীবন শহরের উত্তর পটুয়াপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে এবং সুজন ঝাউতলা এলাকার বজেন্দ্র নাথের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেলে জীবন ও সুজন শহরের ঝাউতলা এলাকায় গেলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে তাদের কুপিয়ে জখম করে। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে জীবনের শারীরিক পরিস্থিতির অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় ঝাউতলা এলাকা থেকে একটি পিস্তল, ২ রাউন্ড গুলি, একটি চাপাতি ও একটি স্টিলের পাইপসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
×