ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় পুলিশ-ডাকাত গুলিবিনিময় ॥ আটক ৩

প্রকাশিত: ০৫:৫০, ৭ জানুয়ারি ২০১৫

সাতক্ষীরায় পুলিশ-ডাকাত গুলিবিনিময় ॥ আটক ৩

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সাতক্ষীরার ছয়ঘরিয়া মোড়ে পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে ফারুক হোসেন ওরফে পিচ্চি ফারুক নামে এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এ সময় আটক করা হয়েছে ডাকাত দলের অপর দুই সদস্য ইসহাক ও মিজানুর রহমানকে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে গাছের গুঁড়ি, লোহার শাবল, লম্বা মোটা রশি, কুড়াল ও বোমার অংশ বিশেষ। আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। নাটোরে হরতালের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ সংবাদদাতা, নাটোর, ৬ জানুয়ারি ॥ নাটোরে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদ এবং রাকিব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে নাটোর প্রেসক্লাবের সামনে থেকে একটি হরতালবিরোধী মিছিল বের করে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। কচুয়ায় আ’লীগ নেতার উপর দুর্বৃত্তদের হামলা নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৬ জানুয়ারি ॥ কচুয়া উপজেলা পূর্ব সহদেবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন (৪৫) ওপর সোমবার রাতে বিএনপি জামায়াত শিবিরের দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। জানা গেছে, তিনি ওইদিন রাত ৮টার দিকে স্থানীয় উত্তর পালাখাল বাজার থেকে বাড়ি ফেরার সময় নিজ বাড়ির কাছে আসলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ২০-২৫ সন্ত্রাসী দল অতর্কিত হামলা চালায়। নওগাঁয় রাধা-কৃষ্ণের লীলা কীর্তন শুরু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ জানুয়ারি ॥ মঙ্গলবার প্রভাত থেকে নওগাঁ শহরের খাগড়া মধ্যদুর্গাপুর সন্ন্যাস মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তিকল্পে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা-কৃষ্ণের লীলা কীর্তন শুরু হয়েছে। বৃহস্পতিবার কুঞ্জভঙ্গ, শ্রীশ্রী মন্মহাপ্রভুর ভোগ মহোৎসব অন্তে প্রসাদ বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হবে। লীলা কীর্তন পরিবেশন করছেন, নওগাঁর পত্নীতলার শ্রী প্রদীপ চক্রবর্তী, বগুড়ার দুপচাঁচিয়ার শ্রীমতি পপি রানী, নওগাঁর হাট-চকগৌরির শ্রী গুরুপদ প্রামাণিক ও নজিপুরের শ্রীমতি শোভা রানী।
×