ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে বিএনপির পাল্টাপাল্টি মামলা ॥ নেতাকর্মীরা ঘরছাড়া

প্রকাশিত: ০৫:৫১, ৭ জানুয়ারি ২০১৫

টাঙ্গাইলে বিএনপির পাল্টাপাল্টি মামলা ॥ নেতাকর্মীরা ঘরছাড়া

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৬ জানুয়ারি ॥ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি মামলায় বিএনপি নেতাকর্মীরা এখন এলাকা ও ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। ফলে বিএনপির বর্তমান রাজনৈতিক কর্মসূচীগুলোতে ধনবাড়ী উপজেলার কোথাও বিএনপি নেতাকর্মীদের দেখা পাওয়া যাচ্ছে না। মামলার পর থেকেই পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হানা দিচ্ছে। মঙ্গলবার পুলিশ পৌর বিএনপির আহ্বায়ক এসএমএ ছোবহানসহ ১০ জনকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মোট ৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় বাদী ও আসামি সবাই বিএনপির নেতাকর্মী। এসব মামলায় প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। জানা যায়, গত ১৭ ডিসেম্বর টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ফকির মাহবুব আনাম স্বপন ফকিরকে আহ্বায়ক করে ধনবাড়ী উপজেলা বিএনপি এবং একই গ্রুপের এসএমএ ছোবহানকে আহ্বায়ক করে পৌর বিএনপির নতুন কমিটি গঠন করে দেন জেলা বিএনপির সভাপতি আহমেদ আযম খান। এ ঘটনায় অপর মনোনয়নপ্রত্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সম্পাদক এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে গত ৩ জানুয়ারি শনিবার স্বপন ফকিরকে ধনবাড়ীতে অবাঞ্ছিত ঘোষণার কর্মসূচী গ্রহণ করে ধনবাড়ী কলেজ মাঠে সমাবেশের আয়োজন করে। এতে উভয় গ্রুপের মধ্যে ওইদিন সংঘর্ষ হয়। ভারতের শিলিগুড়িতে সীমান্ত সম্মেলন এ রহমান মুকুল, শিলিগুড়ি থেকে ॥ ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর প্রশাসনিক উর্ধতন কর্মকর্তাদের সমন্বয়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের প্রধান প্রশাসনিক দফতর শিলিগুড়ির উত্তর কন্যায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন জলপাইগুড়ি বিভাগীয় কমিশনার বরুন কুমার রায়। অন্যান্যের মধ্যে উত্তরবঙ্গ পুলিশের আইজি, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। সম্মেলনে বাংলাদেশের সীমান্তবর্তী ৯ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির অধিনায়কসহ ৪০ সদস্যের প্রতিনিধি ও ভারতের পশ্চিমবঙ্গের ৬ জেলার জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার, বিএসএফের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×